পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

ইডি অফিসারের বাড়িতে সিবিআই হানা, উদ্ধার কোটি টাকা - CBI RAIDS ED OFFICER HOUSE

ছ’দিন ধরে তাঁর খোঁজ চালাচ্ছে সিবিআই । এমনকী তাঁর অবস্থান চিহ্নিত করার জন্য প্রযুক্তিগত নজরদারিও শুরু করেছে ।

CBI Searches Premises Of ED Officer
ইডি অফিসারের বাড়িতে সিবিআই হানা (ইটিভি ভারত)

By ETV Bharat Bangla Team

Published : Dec 28, 2024, 6:01 PM IST

নয়াদিল্লি, 28 ডিসেম্বর: ইডি আধিকারিকের বাড়িতে সিবিআই হানা ৷ সিমলায় ইডি’র এক অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরের বাড়িতে রবিবার তল্লাশি চালায় সিবিআই ৷ তল্লাশি অভিযান চলাকালীন এজেন্সিকে শুধুমাত্র একটি স্লিপ দিতে পেরেছিলেন ওই আধিকারিক ৷ তারপরই পালিয়ে যান তিনি ।

জানা গিয়েছে, সিমলায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) ওই আধিকারিক এবং তাঁর ভাই বিকাশ দীপ, যিনি দিল্লির পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের একজন সিনিয়র ম্যানেজার ৷ অভিযোগ, এক ব্যবসায়ীর কাছ থেকে ঘুষের টাকা নেওয়ার জন্য চণ্ডীগড়ে গিয়েছিলেন তাঁরা ৷ প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্টে (পিএমএলএ) তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে ।

সিবিআই সূত্রে খবর, ওই ব্যবসায়ী সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন ডিপার্টমেন্টের কাছে অভিযোগ করেন ৷ যার ভিত্তিতে সিবিআই’য়ের চণ্ডীগড় ইউনিট তল্লাশি চালায় ৷ তাঁকে নগদ 55 লাখ টাকা ঘুষ দিতে বলা হয়েছিল ৷ পরিকল্পনা ছিল, সিবিআই নজরদারি চালাবে । ইডি অফিসার ঘুষ নেওয়ার পরই তাঁকে গ্রেফতার করা হবে । ওই ইডি অফিসার সেন্ট্রাল বোর্ড অফ ইনডাইরেক্ট ট্যাক্সেস অ্যান্ড কাস্টমসে (সিবিআইসি) কর্মরত ৷ কোনওভাবে অভিযানের সময় সতর্ক হয়ে যান তিনি ৷ নগদ টাকা নিয়ে পালিয়ে যান।

ছ’দিন ধরে তাঁর খোঁজ চালাচ্ছে সিবিআই । এমনকী তাঁর অবস্থান চিহ্নিত করার জন্য প্রযুক্তিগত নজরদারিও শুরু করেছে । সিবিআই শুক্রবার তার বাসভবনে তল্লাশি চালিয়ে প্রায় 56 লক্ষ টাকা নগদ উদ্ধার করেছে ৷ সিবিআই আধিকারিকরা জানিয়েছেন, এখনও পর্যন্ত প্রায় 1 কোটি টাকা নগদ উদ্ধার করা হয়েছে তাঁর বাড়ি থেকে ।

আরও পড়ুন

400 টাকা ঘুষ ! দোষী চিকিৎসককে কারাদণ্ডের নির্দেশ আদালতের

ABOUT THE AUTHOR

...view details