পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

5 দিনের ভারত সফরে মলদ্বীপের প্রেসিডেন্ট, মঙ্গলবার যাবেন তাজমহলে - Maldives President Taj Mahal Visit - MALDIVES PRESIDENT TAJ MAHAL VISIT

মলদ্বীপের প্রেসিডেন্ট মহম্মদ মুইজ্জু রবিবারই ভারতে আসছেন ৷ এখানে এসে তাজমহল যাবেন তিনি ৷ তাই সাধারণ পর্যটকদের জন্য বন্ধ থাকবে তাজমহলের দরজা ৷

Maldives President Taj Mahal Visit
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে মলদ্বীপের প্রেসিডেন্ট মুইজ্জু (ছবি সৌজন্য: প্রধানমন্ত্রীর ফেসবুক)

By ETV Bharat Bangla Team

Published : Oct 6, 2024, 11:10 AM IST

আগ্রা, 6 অক্টোবর: সপরিবার ভারতে আসছেন মলদ্বীপের প্রেসিডেন্ট মহম্মদ মুইজ্জু ৷ পাঁচদিনের সফরে রবিবারই ভারতে পা রাখছেন মলদ্বীপের প্রেসিডেন্ট ৷ 10 অক্টোবর পর্যন্ত তিনি ভারতে থাকবেন ৷ এর মধ্যে 8 অক্টোবর তাঁর তাজমহল দেখতে যাওয়ার কথা রয়েছে ৷ তাই এদিন দু'ঘণ্টা পর্যটকদের জন্য তাজমহলের দরজা বন্ধ থাকবে ৷

মুইজ্জুর তাজমহল দেখতে যাওয়ার বিষয়টি জানিয়ে বিদেশ মন্ত্রকের তরফে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া-কে (এএসআই) একটি চিঠি পাঠানো হয়েছে ৷ বিদেশমন্ত্রক জানিয়েছে, 8 অক্টোবর, মঙ্গলবার সকালে মলদ্বীপের প্রেসিডেন্ট মহম্মদ মুইজ্জু তাজমহলে যাবেন ৷ বিষয়টি মাথায় রেখে এএসআই একটি নির্দেশিকায় জানিয়েছে, মঙ্গলবার সকাল 8টা থেকে 10টা পর্যন্ত তাজমহলের সব বুকিং কাউন্টার বন্ধ থাকবে ৷ পূর্ব এবং পশ্চিমের গেটগুলিও বন্ধ রাখা হবে ৷

মঙ্গলবার সকাল 9টা নাগাদ মহম্মদ মুইজ্জু নয়াদিল্লি থেকে বিশেষ বিমানে আগ্রার খেরিয়া বিমানবন্দরে নামবেন ৷ সেখান থেকে ভিভিআইপি গাড়িতে তাজমহলের পূর্ব দিকের গেটে পৌঁছবেন ৷ এক ঘণ্টা তাঁর সেখানে থাকার কথা ৷ 10টা নাগাদ তিনি তাজমহল থেকে বেরবেন ৷ তাই এই দু'ঘণ্টা সাধারণ পর্যটকদের জন্য তাজমহল বন্ধ থাকবে ৷

গত 11 বছরে তিন বার মলদ্বীপের প্রেসিডেন্টরা তাজমহল দেখতে এলেন ৷ মলদ্বীপের প্রেসিডেন্ট হিসেবে যিনিই নির্বাচিত হন না কেন, তিনি একবার তাজমহলে ঘুরতে আসবেনই ৷ এর আগে 2013 সালে 4 জানুয়ারি মলদ্বীপের তৎকালীন প্রেসিডেন্ট আবদুল্লা ইয়ামিন আবদুল গায়ুম আগ্রা এসে তাজমহল গিয়েছিলেন ৷ এর পাঁচ বছর পর 2018 সালের ডিসেম্বর মাসে মলদ্বীপের প্রেসিডেন্ট ইব্রাহিম মহম্মদ সালিয়াহ তাঁর স্ত্রী ফাজনা আহমেদকে নিয়ে তাজমহল দেখতে যান ৷ আগামী মঙ্গলবার বর্তমান প্রেসিডেন্ট মহম্মদ মুইজ্জু তাজমহল দেখতে আসছেন ৷

এএসআই-এর সুপারিনটেনডেন্ট আর্কিওলজিস্ট ডঃ রাজকুমার প্যাটেল জানিয়েছেন, বিদেশমন্ত্রক থেকে এএসআই-এর সদর কার্যালয়ে জানানো হয়েছে যে, 8 অক্টোবর সকালে মলদ্বীপের প্রেসিডেন্ট তাজমহল দেখতে আসবেন ৷ তাই বুকিং কাউন্টার-সহ প্রবেশের গেটগুলিও বন্ধ থাকবে ৷ পাশাপাশি, এদিন সকালে এএসআই-এর ওয়েবসাইট থেকে কোনও বুকিং করা যাবে না ৷ যে পর্যটকরা সূর্যোদয়ের সময় তাজমহলে ঢুকবেন তাঁদের 8টার আগেই তাজমহল থেকে বেরিয়ে যেতে হবে ৷

ABOUT THE AUTHOR

...view details