নয়াদিল্লি, 13 মে: আজ সিবিএসই'র দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষার ফলপ্রকাশ হয়েছে ৷ আর এই ফলপ্রকাশের পরই আগামী শিক্ষাবর্ষ নিয়ে বড় ঘোষণা করল সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন ৷ 2024-25 শিক্ষাবর্ষ দশম ও দ্বাদশ শ্রেণির বোর্ডের পরীক্ষাগুলি আগামী বছরের 15 ফেব্রুয়ারি থেকে শুরু হবে ৷ এমনটাই সিবিএসই'র পরীক্ষা নিয়ন্ত্রক সানিয়াম ভরদ্বাজ সোমবার জানিয়েছেন । তিনি বলেন, "বোর্ড 2025 সালের দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষা 15 ফেব্রুয়ারি থেকে শুরু করার সিদ্ধান্ত নিয়েছে ।" 2024 সালের সিবিএসই'র দশম ও দ্বাদশ শ্রেণির বোর্ডের পরীক্ষাও 15 ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছিল । দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষা যথাক্রমে 28 এবং 47 দিনে শেষ হয়েছিল ।
পাশপাশি বোর্ডের তরফে জানা গিয়েছে, 15 জুলাই থেকে দশম ও দ্বাদশ শ্রেণির সাপলেমেন্টরি পরীক্ষা অনুষ্ঠিত হবে ৷ 1 লক্ষ 32 হাজারেরও বেশি পরীক্ষার্থীকে দশম শ্রেণিতে সাপলেমেন্টরি ক্যাটাগরি বা কম্পার্টমেন্টে রাখা হয়েছে ৷ যেখানে দ্বাদশ শ্রেণিতে এই রকম পরীক্ষার্থীর সংখ্যা 1 লক্ষ 11 হাজারের বেশি । জাতীয় শিক্ষা নীতি 2020 সুপারিশের ভিত্তিতে সিবিএসই গত বছর কম্পার্টমেন্ট পরীক্ষার নাম পরিবর্তন করে সাপলেমেন্টরি এক্সাম রেখেছিল ।