পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

স্পিকার নির্বাচন নিয়ে সংঘাতে এনডিএ-ইন্ডিয়া - LS Speaker Election - LS SPEAKER ELECTION

Birla vs Suresh in LS Speaker Election: লোকসভার স্পিকার নির্বাচন নিয়ে সংঘাতে এনডিএ ও ইন্ডিয়া ৷ শাসক ও বিরোধী উভয় পক্ষ আজ স্পিকার পদের জন্য নিজেদের প্রার্থীর নাম ঘোষণা করেছে ৷

ETV BHARAT
স্পিকার নির্বাচন নিয়ে সংঘাতে এনডিএ-ইন্ডিয়া (ছবি: এএনআই)

By PTI

Published : Jun 25, 2024, 1:40 PM IST

Updated : Jun 25, 2024, 5:58 PM IST

নয়াদিল্লি, 25 জুন: অষ্টদশ লোকসভার প্রথম অধিবেশনের প্রথম দিনের শুরুই হয়েছে সংঘাত দিয়ে ৷ এবার লোকসভার অধ্যক্ষ নির্বাচন নিয়ে সেই সংঘাত আরও দৃঢ় হল শাসক এনডিএ ও বিরোধী ইন্ডিয়ার ৷ মঙ্গলবার লোকসভার স্পিকার পদের জন্য বিদায়ী লোকসভার স্পিকার ওম বিড়লার নাম মনোনীত করেছে এনডিএ ৷ অপরদিকে, ইন্ডিয়া ব্লকের পক্ষ থেকে কোডিকুনিল সুরেশকে প্রার্থী করা হয়েছে ৷

26 জুন লোকসভার অধ্যক্ষ নির্বাচন করা হবে । 27 জুন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সংসদের উভয় কক্ষের যৌথ অধিবেশনে ভাষণ দেবেন । কৃষিবিদ তথা সমাজকর্মী ওম বিড়লা ছাত্রজীবন থেকেই রাজনীতিতে সক্রিয় ৷ 1991 সালে ভারতীয় যুব মোর্চার রাজ্য ইউনিটের সভাপতি হন এবং জাতীয় স্তরে সহ-সভাপতি হিসাবে দায়িত্ব পালন করেছেন । বিড়লা কোটা থেকে 17তম লোকসভায় নির্বাচিত হয়েছিলেন ৷ তিনি কংগ্রেসের রামনারায়ণ মীনাকে 2.5 লক্ষেরও বেশি ভোটে পরাজিত করেন ।

ষোড়শ লোকসভায় বিড়লা সংসদে শক্তি বিষয়ক স্থায়ী কমিটির সদস্য এবং সামাজিক ন্যায়বিচার ও ক্ষমতায়ন মন্ত্রকের জন্য পিটিশন এবং পরামর্শদাতা কমিটির সদস্য ছিলেন । এনডিএ প্রার্থী হিসেবে সর্বসম্মতিক্রমে সপ্তদশ লোকসভার স্পিকার হিসেবে নির্বাচিত হয়েছিলেন ওম বিড়লা । সেবার বিড়লার নামটি প্রস্তাব করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ কংগ্রেস, তৃণমূল, ডিএমকে এবং বিজেডি-সহ সমস্ত প্রধান বিরোধী দল গতবার বিড়লার নাম সমর্থন করেছিল । ওয়াইএসআরসিপি এবং টিডিপি-ও বিড়লার নাম সমর্থন করেন ।

বর্তমানে ইন্ডিয়া ব্লকের প্রার্থী কে সুরেশ সবচেয়ে বেশিদিন লোকসভার সাংসদ রয়েছেন ৷ তিনি 29 বছর ধরে লোকসভার সদস্য ৷ সুরেশ প্রথম 1989 সালে লোকসভায় নির্বাচিত হন ৷ এর পরে তিনি 1991, 1996, এবং 1999 সালের সাধারণ নির্বাচনে আদুর নির্বাচনী এলাকা থেকে লোকসভায় টানা চারটি মেয়াদে জয়লাভ করেন । 2024 সালের সাধারণ নির্বাচনে মাভেলিক্কারা (কেরল) থেকে অষ্টমবার লোকসভা নির্বাচনে জয়ী হয়েছেন ৷ অতীতে চারবার এই আসনে প্রতিনিধিত্ব করেছেন তিনি । তিনি কেরালা প্রদেশ কংগ্রেস কমিটির কার্যনির্বাহী সভাপতি এবং সপ্তদশ লোকসভায় কংগ্রেসের সংসদীয় দলের চিফ হুইপ ছিলেন ।

543 সদস্যের লোকসভায় 293 জন সাংসদ রয়েছে এনডিএ-র ৷ অপরদিকে, বিরোধী ইন্ডিয়ার সাংসদের সংখ্যা 234 ৷ (এএনআই)

Last Updated : Jun 25, 2024, 5:58 PM IST

ABOUT THE AUTHOR

...view details