বিজাপুর, 18 জানুয়ারি: ছত্তিশগড়ের বিজাপুরের জঙ্গলে নিরাপত্তাবাহিনীর সঙ্গে মাওবাদীদের গুলির লড়াইয়ের আজ দ্বিতীয় দিন ৷ পুলিশ সূত্রে খবর, বৃহস্পতিবার সকাল থেকে শুরু হওয়া এনকাউন্টার এখনও চলছে ৷ এখনও পর্যন্ত 12 জন মাওবাদীর দেহ উদ্ধার করা হয়েছে ৷ তাদের শনাক্তকরণের কাজ চলছে ৷ মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে ৷ তবে জানা গিয়েছে, জঙ্গলের ভিতর দিয়ে পালিয়ে গিয়েছে মাওবাদী কমান্ডার হিডমা ও বাসরে দেবা ৷
গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে, বিজাপুরের মুরাদবাকা ও পুজারি কাঙ্কেরের জঙ্গলে চিরুনি তল্লাশি শুরু করে ডিআরজি, বিজাপুর, সুকমা, ও দান্তেওয়াড়ার কোবরার ব্যাটেলিয়ান, সিআরপিএফ-এর 229তম ব্যাটেলিয়ান-এর নিরাপত্তারক্ষীরা ৷ এলাকায় নিরাপত্তারক্ষীদের উপস্থিতি টের পেয়ে গুলি চালাতে শুরু করে মাওবাদীরা ৷ পাল্টা গুলি চালান নিরাপত্তারক্ষীরাও ৷ এনকাউন্টারে এখনও পর্যন্ত 12 জন মাওবাদীর মৃত্যু হয়েছে ৷ জানা গিয়েছে, দেহগুলিকে উসুরের কাছে নাম্বি ক্যাম্পে নিয়ে আসা হয়েছে ৷ সেখানেই শনাক্তকরণের প্রক্রিয়া শুরু হবে ৷