পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

বিজাপুরে নিরাপত্তারক্ষীদের উপর হামলা, আহত 2 ডিআরজি জওয়ান - BIJAPUR ANTI NAXAL CAMP ATTACK

সম্প্রতি মাওবাদী দমনের জন্য বিজাপুরের ঝিরাপল্লি এলাকায় একটি ক্যাম্প তৈরি করা হয় ৷ সেই ক্যাম্পের উপর বিস্ফোরণ ঘটায় মাওবাদীরা ৷

BIJAPUR ANTI NAXAL CAMP ATTACK
প্রতীকী ছবি (এএনআই)

By ETV Bharat Bangla Team

Published : Dec 6, 2024, 4:54 PM IST

বিজাপুর, 6 ডিসেম্বর: নিরাপত্তারক্ষী ও মাওবাদীদের মধ্যে সংঘর্ষে উত্তপ্ত ছত্তিশগড়ের বিজাপুর জেলার ঝিরাপল্লি গ্রাম ৷ দু'পক্ষের মধ্যে দীর্ঘ এনকাউন্টারে গুরুতর আহত ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ডের (ডিআরজি) 2 জওয়ান ৷ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বাস্তিয়ান পুলিশের আইজি সুন্দররাজ পি ৷

সুন্দররাজ বলেন, "এলাকায় নিরাপত্তার খাতিরে সম্প্রতি ঝিরাপল্লি গ্রামে নতুন ক্যাম্পটি তৈরি করা হয় ৷ সেই ক্যাম্পে বৃহস্পতিবার গভীর সন্ধ্যায় অতর্কিত হামলা শুরু করে মাওবাদীরা ৷ ক্যাম্প লক্ষ্য করে বিস্ফোরণ ঘটানো হয় ৷ পাল্টা জবাব দেন নিরাপত্তারক্ষীরা ৷"

হামলা প্রসঙ্গে বিজাপুরের এসপি জিতেন্দ্র কুমার যাদব বলেন, "ক্যাম্পের বাইরে ব্যারেল গ্রেনেড বিস্ফোরণ ঘটায় মাওবাদীরা ৷ তবে হামলার পাল্টা যোগ্য জবাব দেয় ডিআরজি, সিআরপিএফ এবং স্থানীয় পুলিশের যৌথবাহিনী ৷ দুঃসাহসিকতার সঙ্গে হামলার জবাব দেন নিরাপত্তারক্ষীরা ৷" এক শীর্ষ আধিকারিক জানান, মাওবাদীদের ছোড়া গ্রেনেড হামলায় গজেন্দ্র ও কৃষ্ণ নামে ডিআরজি-র 2 জওয়ান গুরুতর আহত হন ৷ তাঁদের সঙ্গে সঙ্গে চিকিৎসা শুরু করা হয় ৷ শেষ পাওয়া খবর অনুযায়ী, আপাতত দু'জনেই সুস্থ রয়েছেন ৷

উল্লেখ্য়, সম্প্রতি ছত্তিশগড়ের কোন্ডাগাঁও এলাকায় চিরুনি তল্লাশি চালিয়ে 2 কেজি আইইডি উদ্ধার করেছে নিরাপত্তাবাহিনী ৷ সেই ঘটনার জেরে ছত্তিশগড়ের বিস্তীর্ণ এলাকাজুড়ে নিরাপত্তা কয়েকগুণ বাড়িয়ে দেওয়া হয় ৷ পুলিশের দাবি, সেই কারণে ঝিরাপল্লি গ্রামে মাওবাদীদের উপস্থিতি টের পেয়ে পরিকল্পনা করেই ওই ক্যাম্পটি তৈরি করা হয় ৷

প্রসঙ্গত, গত 1 ডিসেম্বর তেলেঙ্গানা-ছত্তিশগড় সীমান্তের ইতুরনগরাম চালপাকা বনাঞ্চলে তেলেঙ্গানা পুলিশের একটি বিশেষ মাও-বিরোধী বাহিনী গ্রেহাউন্ডস-এর সঙ্গে গুলির লড়াইয়ে 7 জন মাওবাদী খতম হয়। পুলিশের দাবি, তল্লাশি অভিযানের সময় দু'পক্ষের মধ্যে এনকাউন্টার শুরু হয় । ঘটনা প্রসঙ্গে এক শীর্ষ পুলিশ কর্তা জানান, ঘটনাস্থল থেকে বহু আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয় ৷ দুটি AK-47 রাইফেলও উদ্ধার করা হয় ৷

পড়ুন:মাওবাদী নাশকতার ছক বানচাল করল যৌথবাহিনী

ABOUT THE AUTHOR

...view details