ছাপরা, 17 অক্টোবর:বিষ মদ খেয়ে বিহারে মৃত্যুর সংখ্যা বেড়ে চলেছে ৷ এখনও পর্যন্ত 32 জনের মৃ্ত্যুর খবর পাওয়া গিয়েছে ৷ 73 জনের অবস্থা আশঙ্কাজনক ৷ পটনার বিভিন্ন হাসপাতালে তাঁদের স্থানান্তরিত করা হয়েছে ৷ অনেকেই দৃষ্টিশক্তি হারিয়েছে বলে খবর ৷
কিন্তু বিহার প্রশাসন এখনও পর্যন্ত 25 জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে ৷ সিওয়ানে 20 জন এবং সরনে 5 জনের মৃত্যুর কথা সরকারিভাবে ঘোষণা করা হয়েছে ৷ মুখ্যমন্ত্রী নীতীশ কুমার আধিকারিকদের ঘটনাস্থলে গিয়ে তদন্ত করতে বলেছেন। প্রশাসন এই ঘটনার তদন্তে বিশেষ তদন্তকারী দল (সিট) গঠন করেছে ৷ পুলিশ 2 জনকে গ্রেফতার করেছে ৷
ঘটনায় শোকপ্রকাশ করেছেন কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধি। তিনি এক্স হ্যান্ডেলে লেখেন, "বিহারের সিওয়ান ও সরন জেলায় বিষ মদ পানে বহু মানুষের মৃত্যুর খবর অত্যন্ত দুঃখজনক। শোকসন্তপ্ত পরিবারের প্রতি আমার গভীর সমবেদনা। হাসপাতালে এখনও অনেক লোক ভর্তি, আমি তাদের দ্রুত আরোগ্য কামনা করি।”