পটনা, 26 জানুয়ারি: সাধারণতন্ত্র দিবসের বিকেলে রাজ্যপালের চায়ের নিমন্ত্রণ রক্ষা করতে রাজভবনে পৌঁছলেন মুখ্যমন্ত্রী নীতীশ কুমার ৷ তাঁর উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদব অবশ্য এই চায়ের অনুষ্ঠানে অংশ নেননি ৷ তাই বিহারের মুখ্যমন্ত্রীর পাশের আসনে দেখা গেল জেডি(ইউ) নেতা এবং মন্ত্রী অশোক কুমার চৌধুরিকে ৷ শোনা গিয়েছে, তিনি নাকি তেজস্বী যাদবের নাম লেখা স্টিকারটি ছিঁড়ে ফেলে সেখানে বসেন ৷ আর তাঁর পাশের আসনটিতে বিহার বিধানসভার বিরোধী নেতা বিজেপির বিজয় কুমার সিনহা ৷ নীতীশ কুমারকে তাঁদের সঙ্গে বেশ খোশমেজাজেই দেখা গেল ৷
এদিকে বিহারে মহাগঠবন্ধন সরকারে ফাটল ধরেছে বলে জোর গুঞ্জন চলছে ৷ নীতীশ কুমার 'ইন্ডিয়া' জোট ছেড়ে দিচ্ছেন বলেও শোনা যাচ্ছে ৷ বৃহস্পতিবারই আরজেডি প্রধান লালুপ্রসাদ যাদব তাঁর পরিবারের সদস্য এবং দলের বিধায়কদের নিয়ে বৈঠক করেছেন ৷ অন্যদিকে জেডিইউ প্রধান নীতীশও তাঁর দলের সদস্যদের নিয়ে আলোচনায় বসেছেন ৷ এমনকী দিল্লিতে অমিত শাহের সঙ্গে বৈঠক করেছেন বিহারের বিজেপি সভাপতি ৷ তাহলে কি নীতীশ এনডিএ জোটে ফিরে যাচ্ছেন ? এই জল্পনা উসকে দিয়েছেন বিজেপি সাংসদ তথা বিহারের প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী সুশীল মোদি ৷ নীতীশ প্রসঙ্গে তিনি বলেন, "নীতীশ কুমারের বিষয়ে বলতে গেলে বলতে হয় তাঁর জন্য রাজনীতির দরজা কখনও স্থায়ীভাবে বন্ধ হয়নি ৷ এবার শীর্ষ নেতৃত্ব চূড়ান্ত সিদ্ধান্ত নেবে ৷"