নয়াদিল্লি, 18 মে: আপ রাজ্যসভার সাংসদ স্বাতী মালিওয়ালের হেনস্তার ঘটনায় দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের বাড়ির একাধিক সিসিটিভি ফুটেজ সংগ্রহ করল দিল্লি পুলিশ ৷ সূত্রের খবর, তদন্তে নেমে দিল্লি পুলিশের ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরির একটি দল দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের বাসভবনে পৌঁছে ভিতরের একাধিক জায়গার সিসিটিভি ফুটেজের ডিভিআর রেকর্ডিং সংগ্রহ করেছে। দিল্লি পুলিশ সূত্রে খবর, সিসিটিভি ফুটেজের সঙ্গে কোনও কারসাজি হয়েছে কি না, তাও খতিয়ে দেখবে ফরেনসিক বিভাগ। এদিকে শনিবার দুপুরে মূল অভিযুক্ত কেজরিওয়ালের আপ্তসহায়ক বিভব কুমারকে গ্রেফতার করেছে দিল্লি পুলিশ ৷
আম আদমি পার্টি (আপ) রাজ্যসভার সাংসদ স্বাতী মালিওয়ালও সিসিটিভি নিয়ে অভিযোগের পর তদন্ত জোরদার করেছে দিল্লি পুলিশ ৷ দিল্লির মুখ্যমন্ত্রীর বাসভবনে সিসি ক্যামেরার ফুটেজগুলিকে বিকৃত করা হচ্ছে বলে অভিযোগ করেন স্বাতী ৷ শুক্রবার সন্ধ্যায় এক্স-হ্যান্ডেলে দিল্লি মহিলা কমিশনের প্রাক্তন চেয়ারপার্সন স্বাতী মালিওয়াল লিখেছেন, "আমার কাছে খবর আছে। তথ্য পেয়েছি যে, এখন এই লোকেরা বাড়ির সিসিটিভিতে কারসাজি করছে।" মালিওয়াল তাঁর পোস্টে দিল্লি পুলিশকেও ট্যাগ করেছিলেন। এর আগে, দিল্লি পুলিশের একটি দল, যার নেতৃত্বে অতিরিক্ত ডিসিপি (উত্তর দিল্লি), সিভিল লাইনস থানার এসএইচও এবং ফরেনসিক আধিকারিকদের একটি দল শুক্রবার সন্ধ্যায় মুখ্যমন্ত্রীর বাসভবনে পৌঁছে যায় ৷ হামলার তদন্তের অংশ হিসাবে মালিওয়ালকেও সেখানে ডাকা হয়েছিল।