বেঙ্গালুরু, 15 ডিসেম্বর: অতুল সুভাষের অস্বাভাবিক মৃত্যুতে গ্রেফতার স্ত্রী নিকিতা সিংহানিয়া ৷ গুরুগ্রাম থেকে তাঁকে গ্রেফতার করা হয়েছে ৷ তাঁর মা নিশা সিংহানিয়া এবং ভাই অনুরাগকেও হেফাজতে নিয়েছে পুলিশ ৷ সূত্রের খবর, তাঁদের প্রয়াগরাজ থেকে গ্রেফতার করা হয়েছে ৷ রবিবার বেঙ্গালুরুর ডিসিপি হোয়াইট ফিল্ড ডিভিশন শিবকুমারে একটি বিবৃতিতে জানিয়েছেন, তিনজনকেই আদালতে তোলা হলে বিচার বিভাগীয় হেফাজতে পাঠানো হয়েছে । আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে অভিযুক্তদের গ্রেফতার করা হয়েছে ।
অতুলের অস্বাভাবিক মৃত্যুর তদন্তে নামে বেঙ্গালুরু পুলিশ ৷ অভিযুক্তদের খুঁজে বের করতে উত্তরপ্রদেশের পুলিশে সাহায্য নেন তদন্তকারীরা ৷ রিপোর্টে বলা হয়েছিল, নিশা এবং অনুরাগ বৃহস্পতিবার (12 ডিসেম্বর) তাঁদের জৌনপুরের বাড়ি থেকে পালিয়ে গিয়েছে । তার তিনদিনের মাথায় দু’জনকে গ্রেফতার করল পুলিশ ৷