নয়াদিল্লি, 26 জানুয়ারি: 76তম সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজে কর্তব্যপথে ইতিহাস ৷ দু’টি সম্পূর্ণ বালিকা দল-সহ তিনটি সরকারি স্কুলের ব্যান্ড প্রথমবার সাধারণতন্ত্র দিবসে অংশ নিল ৷ দর্শকদের কাছ থেকে করতালিও কুড়িয়েছে তাদের পারফর্ম্যান্স । 24-25 জানুয়ারি মেজর ধ্যানচাঁদ জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত জাতীয় স্কুল ব্যান্ড প্রতিযোগিতার ফাইনালে প্রতিদ্বন্দ্বিতাকারী 16টি দলের মধ্যে স্কুল ব্যান্ডগুলিও ছিল ।
ঝাড়খণ্ডের কস্তুরবা গান্ধি বালিকা বিদ্যালয় (কেজিবিভি) পটমদার পাইপ ব্যান্ড গার্লস টিম দুরন্ত পারফর্ম করেছে । 25 সদস্যের এই দলে ছিল পিছিয়ে পড়া পরিবারের মেয়েরা, যাদের অনেকেই কৃষিকাজ এবং দিনমজুরের উপর নির্ভরশীল । বেশিরভাগের জন্য এটি ছিল দিল্লিতে তাদের প্রথম ট্রেন যাত্রা । রামগড় আর্মি রেজিমেন্টাল সেন্টারে অবস্থিত শিখ রেজিমেন্ট এবং পঞ্জাব রেজিমেন্টের প্রশিক্ষকদের কাছ থেকে যাবতীয় পারফর্ম্যান্সের নির্দেশনা দেওয়া হয়েছে ।