দূষণ-খারাপ আবহাওয়ার জোড়া ধাক্কা ! দিল্লিতে ঘুরপথে উড়ান পাঁচ ফ্লাইটের - FLIGHTS DIVERTED FOR BAD WEATHER
দেশের রাজধানীতে খারাপ আবহাওয়ার কারণে সোমবার সকালে দিল্লির ইন্দিরা গান্ধি আন্তর্জাতিক বিমানবন্দরের পাঁচটি ফ্লাইটের রুট পরিবর্তন করে ঘুরিয়ে দেওয়া হয়েছে।
দিল্লির ইন্দিরা গান্ধি আন্তর্জাতিক বিমানবন্দরে ঘন কুয়াশায় বিঘ্নিত বিমান পরিষেবা (ইটিভি ভারত)
নয়াদিল্লি, 18 নভেম্বর: খারাপ আবহাওয়া আর ঘন কুয়াশা প্রভাব ফেলতে শুরু করেছে উত্তর ভারতের যোগাযোগ ব্যবস্থায় ৷ সোমবার দেশের রাজধানী শহর দিল্লিতে খারাপ আবহাওয়ার কারণে বিঘ্নিত হয়েছে বিমান পরিষেবাও ৷ দিল্লির ইন্দিরা গান্ধি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পাঁচটি ফ্লাইটের যাত্রাপথ পরিবর্তন করা হয়েছে ৷
ইন্দিরা গান্ধি আন্তর্জাতিক বিমানবন্দরের এক আধিকারিক জানান, দেশের রাজধানীতে খারাপ আবহাওয়ার কারণে সোমবার সকালে দিল্লি বিমানবন্দরের পাঁচটি ফ্লাইটের রুট পরিবর্তন করে ঘুরিয়ে দেওয়া হয়েছে। তিনি জানান, এই পাঁচটি ফ্লাইটের মধ্যে চারটি ফ্লাইট জয়পুরে এবং একটি দেরাদুনে ঘুরিয়ে দেওয়া হয়েছে। দিল্লিতে উচ্চ মাত্রায় দূষণের প্রভাব পড়েছে শহরের আবহাওয়ায় ৷ সব মিলিয়ে শহরের বিভিন্ন অংশে দৃশ্যমানতা অত্যন্ত ক্ষীণ হয়ে গিয়েছে।
সোমবার ভোরে দিল্লি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট লিমিটেড (DIAL) তার এক্স হ্যান্ডেলে একটি পোস্টে লিখেছে, "দিল্লি বিমানবন্দরে কম দৃশ্যমানতার সমস্যা চলছে। তবে সমস্ত ফ্লাইট অপারেশন বর্তমানে স্বাভাবিক ৷" দিল্লি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট লিমিটেড (DIAL) ইন্দিরা গান্ধি আন্তর্জাতিক বিমানবন্দর পরিচালনা করে, যেখান থেকে প্রতিদিন প্রায় 1,400টি বিমান ওঠানামা করে। DIAL যাত্রীদের ফ্লাইট সংক্রান্ত সর্বশেষ তথ্যের জন্য সংশ্লিষ্ট এয়ারলাইন্সের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দিয়েছে।
উল্লেখ্য, দিল্লিতে উচ্চ মাত্রায় দূষণের প্রভাব পড়েছে শহরের দৃশ্যমানতায় ৷ নিত্যযাত্রীরা রাস্তায় বেরিয়ে প্রায় প্রতিদিনই সমস্যায় পড়ছেন ৷ অনেকেরই চোখ জ্বালাপোড়া এবং শ্বাসকষ্টের সমস্যা বাড়ছে এই দূষণের কারণে। ধোঁয়াশা গোটা শহরকে আবৃত করে রেখেছে ৷ দূষণ কমানোর লক্ষ্যে শহরের রাস্তায় জল স্প্রে করার ব্যবস্থা করেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না।