নয়াদিল্লি, 3 এপ্রিল: সংশোধনাগারে দ্রুত ওজন ঝরছে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের ৷ তাঁর স্বাস্থ্যের অবনতি হচ্ছে বলে অভিযোগ তুলে বিজেপিকে দুষলেন আপ নেত্রী তথা দিল্লির শিক্ষামন্ত্রী অতিশী ৷ দিল্লির আবগারি দুর্নীতি মামলায় আর্থিক তছরুপের অভিযোগে ইডি'র হাতে 21 মার্চ গ্রেফতার হন দিল্লির মুখ্যমন্ত্রী ৷ সম্প্রতি কেজরিওয়ালকে 15 এপ্রিল পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দিয়েছে দিল্লির রাউজ অ্যাভিনিউ আদালত ৷ আপাতত তিহাড় জেলে রয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী ৷
গ্রেফতারির পর থেকে সাড়ে চার কেজি ওজন কমেছে কেজরির ৷ হিন্দিতে সোশাল সাইট এক্সে একটি পোস্ট করেন এমনটাই দাবি করেছেন দিল্লির শিক্ষামন্ত্রী অতিশী ৷ বিজেপিকে তোপ দেগে তিনি লিখেছেন, "অরবিন্দ কেজরিওয়ালজি ডায়াবেটিক রোগী । তাঁর অবস্থা গুরুতর ৷ তবে তাঁর স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা থাকা সত্ত্বেও তিনি 24 ঘণ্টা দেশের সেবায় নিয়োজিত থাকেন । গ্রেফতারির পর থেকে কেজরিওয়ালের ওজন সাড়ে 4 কেজি কমে গিয়েছে। এটি খুবই উদ্বেগজনক। বিজেপি জেলে রেখে তাঁর স্বাস্থ্য়ের ঝুঁকি বাড়াচ্ছে ৷"