পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

সাড়ে চার কেজি ওজন কমল জেলবন্দি কেজরির, বিজেপিকেই দুষছেন মন্ত্রী অতিশী - Arvind Kejriwal - ARVIND KEJRIWAL

Arvind Kejriwal Loses Weight: গ্রেফতারির পর থেকে 4.5 কেজি ওজন কমেছে অরবিন্দ কেজরিওয়ালের ৷ তাঁর স্বাস্থের অবনতির জন্য বিজেপিকে কাঠগড়ায় তুলল আপ ৷ যদিও শরীরে কথা মাথায় রেখে তিহাড়ে কেজরিকে বাড়ির খাবারই খেতে দেওয়া হচ্ছে ৷

Arvind Kejriwal
Arvind Kejriwal

By ETV Bharat Bangla Team

Published : Apr 3, 2024, 3:02 PM IST

নয়াদিল্লি, 3 এপ্রিল: সংশোধনাগারে দ্রুত ওজন ঝরছে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের ৷ তাঁর স্বাস্থ্যের অবনতি হচ্ছে বলে অভিযোগ তুলে বিজেপিকে দুষলেন আপ নেত্রী তথা দিল্লির শিক্ষামন্ত্রী অতিশী ৷ দিল্লির আবগারি দুর্নীতি মামলায় আর্থিক তছরুপের অভিযোগে ইডি'র হাতে 21 মার্চ গ্রেফতার হন দিল্লির মুখ্যমন্ত্রী ৷ সম্প্রতি কেজরিওয়ালকে 15 এপ্রিল পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দিয়েছে দিল্লির রাউজ অ্যাভিনিউ আদালত ৷ আপাতত তিহাড় জেলে রয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী ৷

গ্রেফতারির পর থেকে সাড়ে চার কেজি ওজন কমেছে কেজরির ৷ হিন্দিতে সোশাল সাইট এক্সে একটি পোস্ট করেন এমনটাই দাবি করেছেন দিল্লির শিক্ষামন্ত্রী অতিশী ৷ বিজেপিকে তোপ দেগে তিনি লিখেছেন, "অরবিন্দ কেজরিওয়ালজি ডায়াবেটিক রোগী । তাঁর অবস্থা গুরুতর ৷ তবে তাঁর স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা থাকা সত্ত্বেও তিনি 24 ঘণ্টা দেশের সেবায় নিয়োজিত থাকেন । গ্রেফতারির পর থেকে কেজরিওয়ালের ওজন সাড়ে 4 কেজি কমে গিয়েছে। এটি খুবই উদ্বেগজনক। বিজেপি জেলে রেখে তাঁর স্বাস্থ্য়ের ঝুঁকি বাড়াচ্ছে ৷"

অতিশীর কথায়, অরবিন্দ কেজরিওয়ালের কিছু হলে শুধু দেশ নয়, ঈশ্বরও তাদের ক্ষমা করবে না ৷ যদিও তিহাড় সংশোধনাগারের তরফে আপের এই দাবিকে পুরোপুরি অস্বীকার করা হয়েছে ৷ তিহাড় সংশোধনাগারের একজন সিনিয়র আধিকারিক জানিয়েছেন, কেজরিওয়ালের শারীরিক অবস্থা স্বাভাবিকই রয়েছে ।

সোমবার তিহাড়ে নিয়ে যাওয়া হয়েছে অরবিন্দ কেজরিওয়ালকে ৷ প্রথম রাত অস্থিরতার মধ্যেই সেখানে কাটিয়েছেন তিনি ৷ রাতে ঠিক করে ঘুমোননি বলেও জানা গিয়েছে ৷ তিহাড় সংশোধনাগারের সেলে পায়চারি করতে দেখা গিয়েছে আপ প্রধানকে ৷ দিল্লির মুখ্যমন্ত্রী ডায়াবেটিকের রোগী ৷ তাঁর সুগার লেভেল কমে গিয়েছিল ৷ তাই সংশোধনাগারে থাকলেও কেজরিকে বাড়ির রান্না করা খাবার খাওয়ার অনুমতি দেওয়া হয়েছে ৷ 24 ঘণ্টা চিকিৎসকদের নজরদারিতে রয়েছেন তিনি ৷

আরও পড়ুন:

  1. ঠিক করে ঘুম হয়নি, অস্থিরতার মধ্যেই তিহাড়ে রাত কাটল কেজরির
  2. 15 এপ্রিল পর্যন্ত তিহাড়ে কেজরিওয়াল, নির্দেশ আদালতের
  3. আবগারী দুর্নীতিতে গ্রেফতার করা হোক নাড্ডাকে, মোদি-ইডিকে চ্যালেঞ্জ আপের

ABOUT THE AUTHOR

...view details