পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

'ভোট দিন স্বৈরাচারের বিরুদ্ধে', সপরিবারে গণতান্ত্রিক অধিকার প্রয়োগ কেজরির - Lok Sabha Election 2024 - LOK SABHA ELECTION 2024

Arvind Kejriwal casts ballot: সপরিবারে ভোট দিলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ৷ তিনি এ দিন ভোট দিন সাংবাদিকদের বলেন, মানুষ স্বৈরাচার, মূল্যবৃদ্ধি এবং বেকারত্বের বিরুদ্ধে বিপুল সংখ্যায় ভোট দিচ্ছেন ।

ETV BHARAT
সপরিবারে ভোট দিলেন কেজরিওয়াল (ছবি: এএনআই)

By ETV Bharat Bangla Team

Published : May 25, 2024, 12:47 PM IST

Updated : May 25, 2024, 12:59 PM IST

নয়াদিল্লি, 25 মে: মানুষ 'স্বৈরাচার, মূল্যবৃদ্ধি এবং বেকারত্বের' বিরুদ্ধে বিপুল সংখ্যক ভোট দিচ্ছেন । ষষ্ঠ দফায় সপরিবারে গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করে এ কথা বললেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ৷ শনিবার স্ত্রী সুনিতা কেজরিওয়াল এবং পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে নিয়ে চাঁদনি চক লোকসভা কেন্দ্রের সিভিল লাইন এলাকার একটি ভোটকেন্দ্রে ভোট দেন তিনি ।

এ দিন তাঁর অশক্ত বাবাকে ভোটদানে সাহায্য করতে দেখা যায় কেজরিওয়ালকে ৷ তাঁর আগেই এ দিন ভোট দিয়েছেন অতীশি, সৌরভ ভরদ্বাজ ও কৈলাশ গেহলতের মতো অন্যান্য আম আদমি পার্টির নেতারা ৷

আরও পড়ুন:

এ দিন ভোটদানের পর কেজরিওয়াল বলেন, "আজ আমি আমার বাবা, স্ত্রী ও সন্তানদের নিয়ে ভোট দিয়েছি । আমার মা খুবই অসুস্থ । তিনি যেতে পারেননি । আমি স্বৈরাচার, বেকারত্ব ও মুদ্রাস্ফীতির বিরুদ্ধে ভোট দিয়েছি । আপনাদেরও ভোট দিতে হবে ।"

নির্বাচনের আরও খবর জানতে...

ভোট দেওয়ার আগেও দিল্লির মুখ্যমন্ত্রী ভোটারদের তাঁর দলকে সমর্থন করার আহ্বান জানিয়েছিলেন ৷ তিনি বলেন, "আমি আমার সমস্ত ভোটদাতা ভাই ও বোনদের কাছে আবেদন করছি, অবশ্যই এসে ভোট দিন । আপনার পরিবার, আত্মীয়স্বজন এবং বন্ধুদেরও ভোট দিতে বলুন । গণতন্ত্রের এই মহান উৎসবে, আপনার প্রতিটি ভোট হবে স্বৈরাচারী চিন্তাধারার বিরুদ্ধে এবং ভারতীয় গণতন্ত্র ও সংবিধানকে তা শক্তিশালী করবে । ভোটকেন্দ্রে যান এবং আপনার ভোট দিয়ে দেখান যে, ভারতে গণতন্ত্র রয়েছে এবং গণতন্ত্র থাকবে ৷"

আরও পড়ুন:

আজ এর আগে, আপ নেত্রী অতীশি অভিযোগ করেন যে, দিল্লির লেফটেন্যান্ট গভর্নর ভিকে সাক্সেনা বিরোধী ইন্ডিয়া ব্লকের শক্ত ঘাঁটিগুলিতে ভোট প্রক্রিয়া ধীর করার জন্য দিল্লি পুলিশের সঙ্গে বৈঠক করেছেন । তাঁর এই দাবিকে সমর্থন করেন কেজরিওয়ালও ৷ তবে দিল্লির এলজি এই অভিযোগ অস্বীকার করে বলেন, তিনি এই ধরনের অভিযোগকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবেন ।

Last Updated : May 25, 2024, 12:59 PM IST

ABOUT THE AUTHOR

...view details