লুধিয়ানা, 7 ফেব্রুয়ারি:বলিউড অভিনেতার পাশাপাশি তিনি জনগণের মনে জায়গা করে নেন করোনাকালে ৷ মানুষের সেবা করে চলেছেন আজও ৷ রিল থেকে রিয়েলেই হয়ে উঠেছেন সুপার হিরো, তকমা পান 'গরিবের মসিহা' ৷ বহু ভক্তের মনে তিনি মেন্টরও ৷ সেই সোনু সুদের বিরুদ্ধে আর্থিক জালিয়াতি মামলায় জারি হয়েছে গ্রেফতারি পরোয়ানা ৷ পাল্টা অভিনেতা জানালেন এর বিরুদ্ধে ব্যবস্থা নেবেন তিনি ৷
সোনু সুদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা, সমাজমাধ্যমে জবাব দিলেন 'গরিবের মসিহা' - SONU SOOD
করোনাকালে সুপার হিরোর মতো সাধারণের পাশে দাঁড়াতে দেখা গিয়েছিল সোনু সুদকে ৷ এবার অভিনেতার বিরুদ্ধে জালিয়াতির অভিযোগে গ্রেফতারি পরোয়ানা জারি করল লুধিয়ানা আদালত ৷
![সোনু সুদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা, সমাজমাধ্যমে জবাব দিলেন 'গরিবের মসিহা' SONU SOOD](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/07-02-2025/1200-675-23491795-thumbnail-16x9-sfb.jpg)
Published : Feb 7, 2025, 1:52 PM IST
কেন সোনু সুদের বিরুদ্ধে গ্রেফতারি পরেয়ানা জারি?
- আইনি গেরোয়া পড়েছেন বলি অভিনেতা ৷ কী তাঁর অপরাধ ? প্রশ্নটা সকলেরই মনে ঘুরপাক খাচ্ছে ৷ সোনু সুদের এক্ষেত্রে সরাসরি কোনও অভিযোগ না-থাকলেও আদালতের নির্দেশ অমান্য করেছেন তিনি। বৃহস্পতিবার পঞ্জাবের লুধিয়ানা জেলা আদালত সোনু সুদের বিরুদ্ধে জালিয়াতি মামলায় সাক্ষ্য দিতে ডাকে ৷ সেই সমন অভিনেতা অমান্য করেন ৷ লুধিয়ানার বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট রমনপ্রীত কৌর গ্রেফতারি পরোয়ানা জারি করেন।
- সূত্রের খবর, লুধিয়ানার এক আইনজীবী রাজেশ খান্না একটি আর্থিক জালিয়াতির মামলা করেন। এই মামলায় অভিযোগ সরাসরি সোনু সুদের বিরুদ্ধে নয়। অভিযোগ, মোহিত শুক্লা নামের এক ব্যক্তি ওই আইনজীবীকে 'রিজিকা কয়েন' নামে একটি ভুয়ো বিনিয়োগ প্রকল্পে 10 লাখ টাকা লগ্নি করতে বলেন। সেই জালিয়াতি মামলায় আদালতে সোনু সুদকে সাক্ষ্য দেওয়ার জন্য তলব করা হয়। কিন্তু তিনি হাজির হননি ৷ মামলার পরবর্তী শুনানি 10 ফেব্রুয়ারি ধার্য করা হয়েছে। এ প্রসঙ্গে সোনু সুদকে আদালতে সাক্ষ্য দিতে বলা হয়েছে। এবিষয়ে নিয়মিত সমন জারি করা হয়েছে, যা মুম্বইয়ে অভিনেতা সোনু সুদের বাড়ির ঠিকানায় পাঠানো হয়েছে।
- আদালত জানায়, সোনু সুদকে মুম্বইয়ের আন্ধেরি পশ্চিমের ওশিওয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে ফ্ল্যাট থেকে গ্রেফতার করে আদালতে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে ৷ তাঁকে 10 ফেব্রুয়ারির মধ্যে গ্রেফতার করতে না-পারলে দিতে হবে জবাব। অর্থাৎ এই নির্দেশ যদি মানা সম্ভব না হয়, তবে এর কারণও আদালতকে জানাতে হবে। এ প্রসঙ্গে পাল্টা হুঁশিয়ারি দিয়েছেন অভিনেতা ৷
এক্সে পোস্ট করে সোনু জানিয়েছেন, "সোশাল মিডিয়ায় যে খবরগুলি প্রচারিত হচ্ছে তা অত্যন্ত স্পর্শকাতর ৷ সোজাসুজি এবার বিষয়টিতে আসা যাক, একজন প্রত্যক্ষদর্শী হিসাবে আদালত আমাদের বিরুদ্ধে সমন জারি করলেও সংশ্লিষ্ট বিষয়ের সঙ্গে আমাদের কোনও সম্পর্ক নেই ৷ আমাদের আইনজীবীরা প্রতিক্রিয়া দিয়েছেন ৷ আগামী 10 ফেব্রুয়ারি এবিষয়ে আমরা একটি বিবৃতি দেওয়া হবে ৷ আমরা সংস্থার কোনও অ্যাম্বাসাডর নই, কিংবা অন্য কোনওভাবে জড়িত নই ৷ অহেতুক সংবাদমাধ্যমে প্রচার করার জন্য এসব কাণ্ড ঘটানো হচ্ছে ৷ খুব দুর্ভাগ্যজনকভাবে সেলিব্রিটিদের এক্ষেত্রে টার্গেট করা হচ্ছে ৷ আমরা এর ব্যবস্থা নেব ৷"