অমরাবতী, 19 সেপ্টেম্বর:জগন মোহন রেড্ডির সরকারের আমলেতিরুপতি মন্দিরের প্রসাদের লাড্ডুতে পশুর চর্বি ব্যবহার করা হয়েছে ৷ এমনই বিস্ফোরক অভিযোগ করলেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু ৷ তাঁর অভিযোগ, পূর্ববর্তী ওয়াইএসআরসিপি সরকারের সময় তিরুপতির প্রসাদের লাড্ডু তৈরিতে নিম্নমানের উপাদান এবং পশুর চর্বি ব্যবহার করা হয়েছিল ।
উল্লেখ্য, তিরুপতির প্রসাদী লাড্ডু শ্রী ভেঙ্কটেশ্বর মন্দিরে দেওয়া হয়, যেটি তিরুমালা তিরুপতি দেবস্থানমস (টিটিডি) দ্বারা পরিচালিত হয় । বুধবার এন চন্দ্রবাবু নাইডু এনডিএ-র বৈঠকে ভাষণ দেওয়ার সময় দাবি করেন, "তিরুমালা মন্দিরের লাড্ডু নিম্নমানের উপাদান দিয়ে তৈরি করা হয়েছিল ৷ তাতে ঘি-এর পরিবর্তে পশুর চর্বি ব্যবহার করা হয়েছিল ।" মুখ্যমন্ত্রী জোর দিয়ে বলেন, "এখন লাড্ডু তৈরিতে খাঁটি ঘি ব্যবহার করা হচ্ছে এবং মন্দিরে সবকিছু সংক্রমণমুক্ত করা হয়েছে ৷ যার ফলে গুণমান উন্নত হয়েছে ।"
যদিও শীর্ষস্থানীয় ওয়াইএসআরসিপি নেতা তথা প্রাক্তন টিটিডি চেয়ারম্যান ওয়াইভি সুব্বা রেড্ডি নাইডুর অভিযোগ মানতে নারাজ ৷ তিনি পালটা বলেছেন, "টিডিপি সুপ্রিমো রাজনৈতিক সুবিধে পাওয়ার জন্য যে অনেক নীচে নামতে পারেন ৷ নাইডু তাঁর মন্তব্যের মাধ্যমে তিরুমালার পবিত্রতা নষ্ট করেছেন এবং কোটি কোটি ভক্তের বিশ্বাসে আঘাত করেছেন । তিরুমালা মন্দিরের প্রসাদ সম্পর্কে তাঁর মন্তব্য অত্যন্ত বিদ্বেষমূলক । কোনও ব্যক্তি এই ধরনের কথা বলেন না বা এই ধরনের অভিযোগ করেন না ।"
প্রাক্তন টিটিডি চেয়ারম্যান মুখ্যমন্ত্রীকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেন, ভক্তদের বিশ্বাসের কথা মাথায় রেখে দেবতার সামনে পরিবারের সঙ্গে তিনি এই বিষয়ে শপথ নেবেন ৷ চন্দ্রবাবু নাইডুও তা করতে পারবেন কি না, সেই প্রশ্ন ছুড়ে দেন তিনি ।
এই ঘটনায় অন্ধ্রপ্রদেশের আইটি মন্ত্রী নারা লোকেশ এক্স হ্যান্ডেলে জগন মোহন রেড্ডির প্রশাসনের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়েছেন ৷ তিনি লেখেন, "তিরুমালার ভেঙ্কটেশ্বর স্বামী মন্দির আমাদের কাছে সবচেয়ে পবিত্র মন্দির । আমি অবাক হয়েছি যে, ওয়াইএস জগন মোহন রেড্ডির প্রশাসন তিরুপতির প্রসাদে ঘি-এর পরিবর্তে পশুর চর্বি ব্যবহার করেছে ৷ তারা কোটি কোটি ভক্তের ধর্মীয় অনুভূতিকে অসম্মান করতে পারে না ।"