হায়দরাবাদ, 17 জুলাই:ফের পথ কুকুরের আক্রমণে প্রাণ হারাল একরত্তি শিশু ৷ একদল পথ কুকুর কামড়ে, ছিঁড়ে ক্ষত-বিক্ষত করল বছর দেড়েকের এক শিশুর শরীর ৷ মঙ্গলবার হায়দরাবাদের জওয়ার নগর এলাকার ঘটনা ৷ বুধবার স্থানীয় পুলিশের পক্ষ থেকে পথ কুকুরের আক্রমণে শিশু মৃ্ত্যুর ঘটনাটি নিশ্চিত করা হয়েছে ৷ মৃত ওই শিশুর পরিবারের পক্ষ থেকে একটি মামলা দায়ের করা হয়েছে ৷
পুলিশ সূত্রে খবর, পরিবারটি সিদ্দিপেটে থাকত ৷ কয়েকমাস আগেই জওহর নগর এলাকায় এসেছে ৷ মঙ্গালবার রাতে শিশুটির বাড়ির সামনেই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে ৷ এদিন রাতে শিশুটি তার বাড়ির সামনের রাস্তায় দাঁড়িয়ে ছিল ৷ সেই সময়েই একটি পথ কুকুর শিশুটিকে আক্রমণ করে ৷ তারপরই আরও বেশ কয়েকটি পথ কুকুর তাকে টেনে হিঁচড়ে নিয়ে যায় ৷