পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

ভেঙে পড়ল মিগ-29, আগুনে পুড়ে ছাই বায়ুসেনার যুদ্ধ বিমান

সোশাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিয়োতে দেখা গিয়েছে, ফাঁকা একটি মাঠে পড়ার সঙ্গে সঙ্গে যুদ্ধ বিমানটিতে আগুন ধরে যায় ৷

AIR FORCE PLANE CRASHES
ভেঙে পড়ল বায়ুসেনার যুদ্ধ (নিজস্ব চিত্র)

By ETV Bharat Bangla Team

Published : Nov 4, 2024, 5:44 PM IST

আগ্রা, 4 নভেম্বর: উত্তরপ্রদেশের আগ্রায় ভেঙে পড়ল বায়ুসেনার বিমান ৷ বিমানটি মাটিতে পড়ার সঙ্গে সঙ্গেই আগুন ধরে যায়। বিমান থেকে লাফ দিয়ে প্রাণ বাঁচান পাইলট-সহ দু'জন। পাইলট ও তাঁর সঙ্গী বিমান থেকে দুই কিলোমিটার দূরে পড়ে যান।

জানা গিয়েছে, কাগরৈলের সোনিগা গ্রামের কাছে একটা ফাঁকা মাঠে এই বিমানটি পড়েছে। সোমবার আগ্রার একটি মাঠে ভারতীয় বায়ুসেনার একটি মিগ-29 যুদ্ধবিমান ভেঙে পড়েছে ৷ এই ঘটনায় কোনও হতাহতের ঘটনা ঘটেনি বলেই জানা গিয়েছে ৷ পাইলট এবং তাঁর সহযোগী নিরাপদে যুদ্ধ বিমান থেকে বের হয়ে এসেছেন বলেও জানা গিয়েছে ৷

গোটা ঘটনায় তদন্তের নির্দেশ দেওয়া হবে বলেও জানিয়েছে বায়ুসেনা। অন্যদিকে, সোশাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিয়োতে দেখা গিয়েছে, যুদ্ধবিমানটি মাটিতে পড়তেই আগুনে পুড়ে যায়। ঘটনাটি তদন্ত করে দেখবে বায়ুসেনা।

এক্স হ্যান্ডেলে বায়ুসেনার তরফে বলা হয়েছে, "আইএএফের একটি মিগ -29 বিমান আজ একটি নিয়মিত প্রশিক্ষণের সময় আগ্রার কাছে বিধ্বস্ত হয় । সেটি সিস্টেম সংক্রান্ত কয়েকটি ত্রুটি ধরা পড়ায় এই ঘটনা। পাইলট নিরাপদে বের হওয়ার আগে, নিশ্চিত করেন বিমান মাটিতে পড়লেও কারও কোনও ক্ষতি হবে না। ঘটনায় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।"

কয়েক মাস আগে মহারাষ্ট্রের নাসিকে ভেঙে পড়ে ভারতীয় বায়ুসেনার সুখোই যুদ্ধবিমান ৷ নাসিক রেঞ্জের স্পেশাল ইনস্পেক্টর জেনারেল ডিআর করালে সংবাদসংস্থা পিটিআইকে জানিয়েছিলেন, পাইলট এবং সহ-পাইলট অল্পের জন্য রক্ষা পেয়েছেন ৷ তাঁরা নিরাপদে ওই যুদ্ধবিমান থেকে বেরিয়ে পড়তে সক্ষম হন ৷ সামান্য আহত হওয়ায় তাঁদের হাসপাতালে ভর্তি করতে হয়েছিল ৷

ABOUT THE AUTHOR

...view details