পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

রাম মন্দির উদ্বোধনে 'বন্ধ' নয় ওপিডি পরিষেবা, জানাল নয়াদিল্লি এইমস - Ram temple

New Delhi AIIMS: রামমন্দির উদ্বোধনের দিন খোলাই থাকছে রাজধানীর এইমস ৷ বন্ধ করে দেওয়ার ঘোষণার একদিনের মধ্যেই সিদ্ধান্ত বদল। এইমসের অন্য শাখাগুলিকেও এই নির্দেশ মেনে চলার অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ ৷

ETV Bharat
নয়াদিল্লি এইমস

By PTI

Published : Jan 21, 2024, 12:47 PM IST

Updated : Jan 21, 2024, 1:00 PM IST

নয়াদিল্লি, 21 জানুয়ারি: রোগীদের কথা ভেবে ওপিডি পরিষেবা খোলা রাখার সিদ্ধান্ত নিল দিল্লির এইমস ৷ এর আগে রামমন্দির উদ্বোধনের দিন রাজধানীর এইমস শাখাটি দুপুর 2.30 পর্যন্ত বন্ধ রাখার কথা জানিয়েছিল কর্তৃপক্ষ ৷ তবে এ নিয়ে বিতর্ক হওয়ায় অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেসের পক্ষ থেকে জানানো হয়, 22 জানুয়ারি রামমন্দির উদ্বোধনী অনুষ্ঠানের দিন ওপিডি পরিষেবা খোলা রাখা হবে ৷ 20 জানুয়ারির নির্দেশিকা প্রত্যাহার করে নেওয়া হয়েছে ৷

রবিবার জারি করা নির্দেশিকায় কর্তৃপক্ষ জানিয়েছে, "চিকিৎসা বিষয়ক সব পরিষেবা, এমনকী ওপিডি পরিষেবা খোলা থাকবে ৷ যাতে রোগীদের কোনও রকম অসুবিধে না-হয়, সেই কথা ভেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷" এইমসের সব শাখার প্রধান, বিভাগীয় প্রধান, শাখা অফিসকেও এই নির্দেশ দেওয়া হয়েছে ৷

রাম মন্দির উদ্বোধনের দিন কেন্দ্রীয় সরকারের তরফে দেশজুড়ে সব সরকারি অফিসে অর্ধদিবস ছুটি ঘোষণা করা হয়েছে ৷ এর ফলে দুপুর 2.30 মিনিট পর্যন্ত বন্ধ থাকবে দেশের সব কেন্দ্রীয় সরকারি কার্যালয় ৷ মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ সরকার ছুটি ঘোষণা করেছে ৷ বন্ধ থাকছে বেসরকারি ব্যাংক এইচডিএফসি ৷ এমনকী শেয়ার বাজারও বন্ধ রাখার সিদ্ধান্ত ঘোষণা দেশের জাতীয় স্টক এক্সচেঞ্জ ৷

এর মধ্যে 20 জানুয়ারি, দিল্লি এইমস একটি বিজ্ঞপ্তি জারি করে ৷ তাতে জানানো হয়, 22 জানুয়ারি দুপুর 2.30 মিনিট পর্যন্ত এইমস বন্ধ থাকবে ৷ দিল্লি ছাড়াও এইমসের সব শাখাগুলি এই সময় পর্যন্ত বন্ধ রাখা হচ্ছে ৷ তবে জরুরি পরিষেবা পাওয়া যাবে বলেই জানিয়েছিল কর্তৃপক্ষ ৷ এই নির্দেশিকা অনুযায়ী, হাসপাতালের চিকিৎসক-সহ সব কর্মীরই দুপুর 2.30 মিনিটের পর হাসপাতালে আসার কথা ছিল ৷ তবে আজকের নতুন নির্দেশিকায় তা প্রত্যাহার করা হল ৷

আরও পড়ুন:

  1. রামলালার প্রাণ প্রতিষ্ঠা! এইমস-সহ দিল্লির চার হাসপাতালে অর্ধ দিবস ছুটি
  2. নিরাপত্তার দুর্গে অযোধ্যা, লখনউয়ে জারি 144 ধারা
  3. 'শ্রীরামের প্রতি পশ্চিমবঙ্গের মানুষের অগাধ শ্রদ্ধা', নজরুলের রাম ভজন পোস্ট করে দাবি মোদির
Last Updated : Jan 21, 2024, 1:00 PM IST

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details