নয়াদিল্লি, 7 মার্চ: অ্যাসোসিয়েশন ফর ডেমোক্র্যাটিক রিফর্মস বা এডিআর নির্বাচনী বন্ড ইস্যুতে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া বা এসবিআই-এর বিরুদ্ধে সুপ্রিম কোর্টে অবমাননার আবেদন দায়ের করেছে ৷ নির্বাচনী বন্ড সংক্রান্ত রায়ে সুপ্রিম কোর্ট 6 মার্চের মধ্য়ে এই বিষয়ে বিস্তারিত তথ্য নির্বাচন কমিশনকে দেওয়ার জন্য এসবিআই-কে নির্দেশ দিয়েছিল ৷ সেই নির্দেশ না মেনে এসবিআই আদালত অবমাননা করেছে বলে অভিযোগ এডিআর-এর ৷ তাই তাদের তরফে এই মামলা দায়ের করা হয়েছে ৷
যদিও 6 মার্চের আগেই সপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল এসবিআই ৷ তারা এই তথ্য প্রকাশের জন্য আরও সময় চায় ৷ সেই আবেদন জানিয়েই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় এসবিআই ৷ তারা আগামী 30 জুনের মধ্য়ে বিস্তারিত তথ্য নির্বাচন কমিশনের কাছে জমা করতে চায় বলে আদালতে জানিয়েছে ৷
বৃহস্পতিবার আইনজীবী প্রশান্ত ভূষণ ভারতের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন বেঞ্চের সামনে এডিআরের আবেদনের কথা উল্লেখ করেন । তিনি জানান, এসবিআই সময়সীমা বাড়ানোর জন্য একটি আবেদন করেছে, যা সোমবার তালিকাভুক্ত হতে পারে । এডিআর-এর তরফে দায়ের করা আদালত অবমাননার আবেদনও একই সঙ্গে তালিকাভুক্ত হোক বলে আবেদন করেন তিনি ৷
বেঞ্চ আবেদনটি খতিয়ে দেখতে রাজি হয়েছে । বেঞ্চ এনজিওর প্রতিনিধিত্বকারী আইনজীবীকে একটি ইমেল পাঠাতে বলেছে ৷ বেঞ্চ আশ্বাস দিয়েছে যে এই আবেদন শুনানির জন্য 11 মার্চ তালিকাভুক্ত হবে । সেদিনই এসবিআই-এর মামলারও শুনানি হবে ৷
উল্লেখ্য, নির্বাচনী বন্ডকে অসাংবিধানিক বলে গত 15 ফেব্রুয়ারি রায় দিয়েছিল সুপ্রিম কোর্ট ৷ সেদিনই এসবিআই-কে বলা হয় যে তিন সপ্তাহের মধ্যে নির্বাচন কমিশনের কাছে এই বন্ড সংক্রান্ত যাবতীয় তথ্য জমা দিতে হবে ৷ কিন্তু এসবিআই-এর বক্তব্য, এই তথ্য দু’ভাবে রাখা আছে৷ যে শাখাগুলি থেকে বন্ড বিক্রি করা হয়েছে, সেখানে এই তথ্য রাখা হয়েছে ৷ একই তথ্য মুম্বইয়ে এসবিআই-এর প্রধান শাখায় রাখা হয়েছে ৷ দু’টি তথ্য মিলিয়ে সবটা ‘ডিকোড’ করতে সময় লাগবে ৷ সেই কারণেই আরও সময় চাওয়া হচ্ছে ৷
কিন্তু এডিআর-এর অভিযোগ, ইচ্ছাকৃতভাবে দেরি করছে এসবিআই ৷ তারা একেবারে শেষ মুহূর্তে 4 মার্চ সুপ্রিম কোর্টের কাছে আবেদন করেছে, কারণ তারা চায় না যে লোকসভা নির্বাচনের আগে এই তথ্য প্রকাশ্যে আসুক ৷ এডিআর-এর আরও দাবি, যাঁরা বন্ড কিনেছেন, তাঁদের সমস্ত তথ্য এসবিআই সহজে দিতে পারে ৷ কারণ, ক্রেতার ইউনিক নম্বর ও কেওয়াইসি তথ্য় থেকে এটা পাওয়া সম্ভব ৷ এখন দেখার সুপ্রিম কোর্ট এই নিয়ে কী নির্দেশ দেয় !
আরও পড়ুন:
- নির্বাচনী বন্ডের বিস্তারিত তথ্য তৈরি করা জটিল কাজ, সুপ্রিম কোর্টের কাছে আরও সময় চাইল এসবিআই
- কেন সুপ্রিম কোর্টের রায়ে নির্বাচনী বন্ড অসাংবিধানিক, জেনে নিন 10টি কারণ
- লোকসভা ভোটের আগে বড় ধাক্কা, নির্বাচনী বন্ড অসাংবিধানিক; রায় সুপ্রিম কোর্টের