পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

নির্বাচনী বন্ড ইস্যুতে এসবিআই-এর বিরুদ্ধে আদালত অবমাননার মামলা এডিআর-এর - Contempt Plea against SBI

Electoral Bond Case: নির্বাচনী বন্ড সংক্রান্ত বিস্তারিত তথ্য এসবিআই-কে নির্বাচন কমিশনের কাছে 6 মার্চের মধ্যে জমা দেওয়ার নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট ৷ এই নিয়ে আরও সময় চেয়ে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছে এসবিআই ৷ কিন্তু এডিআর-এর অভিযোগ, এসবিআই লোকসভা নির্বাচনের আগে এই তথ্য় প্রকাশ করতে চায় না ৷ তাই সময়সীমা শেষের মুহূর্তে আবেদন করেছে এসবিআই ৷ সেই কারণে এসবিআই-এর বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ করে সুপ্রিম কোর্টে মামলা করেছে এডিআর ৷ প্রতিবেদনটি লিখেছেন ইটিভি ভারত-এর সুমিত সাক্সেনা ৷

Supreme Court
Supreme Court

By ETV Bharat Bangla Team

Published : Mar 7, 2024, 1:15 PM IST

নয়াদিল্লি, 7 মার্চ: অ্যাসোসিয়েশন ফর ডেমোক্র্যাটিক রিফর্মস বা এডিআর নির্বাচনী বন্ড ইস্যুতে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া বা এসবিআই-এর বিরুদ্ধে সুপ্রিম কোর্টে অবমাননার আবেদন দায়ের করেছে ৷ নির্বাচনী বন্ড সংক্রান্ত রায়ে সুপ্রিম কোর্ট 6 মার্চের মধ্য়ে এই বিষয়ে বিস্তারিত তথ্য নির্বাচন কমিশনকে দেওয়ার জন্য এসবিআই-কে নির্দেশ দিয়েছিল ৷ সেই নির্দেশ না মেনে এসবিআই আদালত অবমাননা করেছে বলে অভিযোগ এডিআর-এর ৷ তাই তাদের তরফে এই মামলা দায়ের করা হয়েছে ৷

যদিও 6 মার্চের আগেই সপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল এসবিআই ৷ তারা এই তথ্য প্রকাশের জন্য আরও সময় চায় ৷ সেই আবেদন জানিয়েই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় এসবিআই ৷ তারা আগামী 30 জুনের মধ্য়ে বিস্তারিত তথ্য নির্বাচন কমিশনের কাছে জমা করতে চায় বলে আদালতে জানিয়েছে ৷

বৃহস্পতিবার আইনজীবী প্রশান্ত ভূষণ ভারতের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন বেঞ্চের সামনে এডিআরের আবেদনের কথা উল্লেখ করেন । তিনি জানান, এসবিআই সময়সীমা বাড়ানোর জন্য একটি আবেদন করেছে, যা সোমবার তালিকাভুক্ত হতে পারে । এডিআর-এর তরফে দায়ের করা আদালত অবমাননার আবেদনও একই সঙ্গে তালিকাভুক্ত হোক বলে আবেদন করেন তিনি ৷

বেঞ্চ আবেদনটি খতিয়ে দেখতে রাজি হয়েছে । বেঞ্চ এনজিওর প্রতিনিধিত্বকারী আইনজীবীকে একটি ইমেল পাঠাতে বলেছে ৷ বেঞ্চ আশ্বাস দিয়েছে যে এই আবেদন শুনানির জন্য 11 মার্চ তালিকাভুক্ত হবে । সেদিনই এসবিআই-এর মামলারও শুনানি হবে ৷

উল্লেখ্য, নির্বাচনী বন্ডকে অসাংবিধানিক বলে গত 15 ফেব্রুয়ারি রায় দিয়েছিল সুপ্রিম কোর্ট ৷ সেদিনই এসবিআই-কে বলা হয় যে তিন সপ্তাহের মধ্যে নির্বাচন কমিশনের কাছে এই বন্ড সংক্রান্ত যাবতীয় তথ্য জমা দিতে হবে ৷ কিন্তু এসবিআই-এর বক্তব্য, এই তথ্য দু’ভাবে রাখা আছে৷ যে শাখাগুলি থেকে বন্ড বিক্রি করা হয়েছে, সেখানে এই তথ্য রাখা হয়েছে ৷ একই তথ্য মুম্বইয়ে এসবিআই-এর প্রধান শাখায় রাখা হয়েছে ৷ দু’টি তথ্য মিলিয়ে সবটা ‘ডিকোড’ করতে সময় লাগবে ৷ সেই কারণেই আরও সময় চাওয়া হচ্ছে ৷

কিন্তু এডিআর-এর অভিযোগ, ইচ্ছাকৃতভাবে দেরি করছে এসবিআই ৷ তারা একেবারে শেষ মুহূর্তে 4 মার্চ সুপ্রিম কোর্টের কাছে আবেদন করেছে, কারণ তারা চায় না যে লোকসভা নির্বাচনের আগে এই তথ্য প্রকাশ্যে আসুক ৷ এডিআর-এর আরও দাবি, যাঁরা বন্ড কিনেছেন, তাঁদের সমস্ত তথ্য এসবিআই সহজে দিতে পারে ৷ কারণ, ক্রেতার ইউনিক নম্বর ও কেওয়াইসি তথ্য় থেকে এটা পাওয়া সম্ভব ৷ এখন দেখার সুপ্রিম কোর্ট এই নিয়ে কী নির্দেশ দেয় !

আরও পড়ুন:

  1. নির্বাচনী বন্ডের বিস্তারিত তথ্য তৈরি করা জটিল কাজ, সুপ্রিম কোর্টের কাছে আরও সময় চাইল এসবিআই
  2. কেন সুপ্রিম কোর্টের রায়ে নির্বাচনী বন্ড অসাংবিধানিক, জেনে নিন 10টি কারণ
  3. লোকসভা ভোটের আগে বড় ধাক্কা, নির্বাচনী বন্ড অসাংবিধানিক; রায় সুপ্রিম কোর্টের

ABOUT THE AUTHOR

...view details