পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

হাথরসই প্রথম নয়, পদপিষ্ট হয়ে আগেও মৃত্যুমিছিল দেখেছে দেশ - Major Stampedes in Recent Past - MAJOR STAMPEDES IN RECENT PAST

Major Stampedes in India in the Past: হাথরসের ধর্মীয় অনুষ্ঠানে পদদলিত হওয়ার ঘটনা মনে করাল দগদগে স্মৃতি ৷ দেশজুড়ে কোথায় কোথায় এমন পদপিষ্ট হয়ে শতাধিক মানুষ প্রাণ হারিয়েছেন তা তুলে ধরল ইটিভি ভারত ৷

Stampede History of India
ধর্মীয় অনুষ্ঠানে পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনা (ইটিভি ভারত)

By PTI

Published : Jul 2, 2024, 10:26 PM IST

Updated : Jul 3, 2024, 12:30 AM IST

নয়াদিল্লি, 2 জুলাই: হাথরস জেলার একটি গ্রামে ধর্মীয় অনুষ্ঠানে পদপিষ্ট হয়ে 60 জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে ৷ আহতের সংখ্যা বহু ৷ তবে ইতিহাস বলছে ভারতে ধর্মীয়-সহ বিভিন্ন জমায়েতে পদদলিত হওয়ার ঘটনা এই প্রথম নয় ।

সমাবেশে পদপিষ্ট হওয়া সংক্রান্ত সবচেয়ে বড় দুর্ঘটনাটি ঘটেছিল 2005 সালে মহারাষ্ট্রের মান্ধারদেবী মন্দিরে ৷ সেখানে 340 জনেরও বেশি ভক্তের মৃত্যু হয় ৷ 2008 সালে রাজস্থানের চামুন্ডা দেবী মন্দিরে মৃত্যু হয় কমপক্ষে 250 জনের । এর মাঝেও ঘটেছে বেশ কিছু পদপিষ্ট হওয়ার ঘটনা ৷ উত্তরপ্রদেশের হাথরসের ঘটনা যেগুলিকে ফের মনে করিয়ে দিল ৷ রইল সেই তালিকা :

  • 31 মার্চ, 2023 : ইন্দোরে রামনবমী উপলক্ষে অনুষ্ঠান চলাকালীন পুরনো কুয়োর নির্মীয়মাণ স্ল্যাব ধসে কমপক্ষে 36 জনের মৃত্যু হয় ৷
  • 1 জানুয়ারি, 2022 : জম্মু ও কাশ্মীরে বিখ্যাত মাতা বৈষ্ণোদেবীর মন্দিরে পদপিষ্ট হয়ে প্রাণ হারান 12 জন ৷ আহত হন আরও অনেকে ৷
  • 14 জুলাই, 2015 : অন্ধ্রপ্রদেশের রাজমুন্দ্রিতে 'পুষ্করম' উৎসবের উদ্বোধনে গোদাবরী নদীর তীরে একটি স্নানের জায়গায় পদদলিত হয়ে 27 জন তীর্থযাত্রী মারা যান ৷ আরও 20 জন আহত হন ।
  • 3 অক্টোবর, 2014 : দশেরা উদযাপন শেষ হওয়ার পর পটনার গান্ধি ময়দানে পদদলিত হয়ে 32 জনের মৃত্যু হয় ৷ আহত হন 26 জন ৷
  • 13 অক্টোবর, 2013 : মধ্যপ্রদেশের দাতিয়া জেলার রতনগড় মন্দিরের কাছে নবরাত্রি উৎসবের সময় পদদলিত হয়ে 115 জন নিহত এবং 100 জনেরও বেশি আহত হন । ভক্তরা যে নদীর সেতুটি পার হচ্ছিলেন সেটি ভেঙে পড়ার গুজবের কারণে পদদলিত হওয়ার ঘটনা ঘটে ।
  • 19 নভেম্বর, 2012 : পটনার গঙ্গা তীরের আদালত ঘাটে ছটপুজোর সময় একটি অস্থায়ী সেতু ভেঙে পড়ে প্রায় 20 জন নিহত এবং আরও অনেকে আহত হয় ।
  • 8 নভেম্বর, 2011 : হরিদ্বারে গঙ্গা নদীর তীরে হর-কি-পৌরি ঘাটে পদদলিত হয়ে কমপক্ষে 20 জনের মৃত্যু হয় ৷
  • 14 জানুয়ারি, 2011 : কেরলের ইদুক্কি জেলার পুলমেডুতে বাড়ি যাওয়ার পথে তীর্থযাত্রীদের মধ্যে একটি জিপ দুর্ঘটনাগ্রস্ত হলে পদদলিত হয়ে কমপক্ষে 104 জন শবরীমালা ভক্ত নিহত এবং 40 জনেরও বেশি আহত হন ।
  • 4 মার্চ, 2010 : উত্তরপ্রদেশের প্রতাপগড় জেলার কৃপালু মহারাজের রাম জানকি মন্দিরে পদদলিত হয়ে প্রায় 63 জন প্রাণ হারান ৷ জানা যায়, বিনামূল্যে পোশাক ও খাবার নিতে জমায়েত করেছিল তারা ৷ সেই কারণে এই দুর্ঘটনা ঘটে ৷
  • 30 সেপ্টেম্বর, 2008 : রাজস্থানের যোধপুর শহরের চামুন্ডা দেবী মন্দিরে বোমা বিস্ফোরণের গুজব ছড়িয়ে পড়ায় দ্রুত বেরোতে গিয়ে পদদলিত হয়ে প্রায় 250 ভক্ত নিহত এবং 60 জনেরও বেশি আহত হয় ।
  • 3 অগস্ট, 2008 : হিমাচল প্রদেশের বিলাসপুর জেলার নয়না দেবী মন্দিরে শিলা ধসের গুজবের জেরে পদদলিত হয়ে 162 জনের মৃত্যু হয় ৷ আহত হন 47 জন ।
  • 25 জানুয়ারি, 2005 : মহারাষ্ট্রের সাতারা জেলার মান্ধারদেবী মন্দিরে একটি বার্ষিক তীর্থযাত্রার সময় 340 জনেরও বেশি ভক্তের পদদলিত হয়ে মৃত্যু হয় ৷ আহতের সংখ্যা শতাধিক । নারকেল ভাঙতে গিয়ে সিঁড়িতে কয়েকজন পড়ে যান ৷ তার জেরেই এই দুর্ঘটনা ঘটে ।
  • 27 অগস্ট, 2003 : মহারাষ্ট্রের নাসিক জেলায় কুম্ভমেলায় পবিত্র স্নানের সময় পদদলিত হয়ে 39 জন নিহত এবং প্রায় 140 জন আহত হয় ।সবমিলিয়ে দেখা গেল, ঈশ্বরের টানে গভীর আস্থায় বিভিন্ন ধর্মীয় স্থলে ছুটে যান ভক্তরা ৷ কিন্তু সেই অসীম শ্রদ্ধা কখনও কখনও বদলে যায় স্বজনের হাহাকারে ৷ পদপিষ্ট হয়ে মৃত্যুর মর্মান্তিক ঘটনার সাক্ষী থেকে যায় বিভিন্ন ধর্মীয় স্থান ৷

ফের হাথরস, ধর্মীয় অনুষ্ঠানে মৃত্যু-মিছিল; পদপিষ্ট অন্তত 87

Last Updated : Jul 3, 2024, 12:30 AM IST

ABOUT THE AUTHOR

...view details