মোরাদাবাদ (উত্তরপ্রদেশ), 20 এপ্রিল: ভোটের পরের দিনই প্রয়াত হলেন প্রার্থী ৷ উত্তরপ্রদেশের এই ঘটনায় বড় ধাক্কা বিজেপিতে ৷ পশ্চিম উত্তরপ্রদেশের আটটি লোকসভা আসনের জন্য ভোটগ্রহণ হয় শুক্রবার প্রথম দফায় ৷ ঠিক তার পরের দিনই, অর্থাৎ শনিবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বিজেপির মোরাদাবাদের প্রার্থী কুনওয়ার সর্বেশ কুমার সিং ৷ শুক্রবার লোকসভার জন্য যে আটটি কেন্দ্রে ভোট হয়েছিল, তার মধ্যে ছিল মোরাদাবাদও ।
শনিবার সংবাদসংস্থা এএনআই-এর সঙ্গে কথা বলার সময় মোরাদাবাদের বর্তমান বিজেপি বিধায়ক রীতেশ গুপ্ত বলেন, কুনওয়ার সর্বেশ হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হয়েছেন ৷ তিনি অসুস্থ হয়ে পড়ার পরই তাঁকে দ্রুত দিল্লির এইমস হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ তবে শেষ রক্ষা হয়নি ৷ প্রয়াত হন লোকসভা ভোটের বিজেপি প্রার্থী ৷
দলের মোরাদাবাদের প্রার্থীর মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ৷ তাঁর অফিসিয়াল এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন, "আমাদের মোরাদাবাদের প্রার্থী এবং প্রাক্তন সাংসদ কুনওয়ার সর্বেশ কুমার সিং-জির মৃত্যুতে আমি শোকাহত । এটি একটি অপূরণীয় ক্ষতি । এই শোকের মুহূর্তে, আমার প্রার্থনা রইল তাঁর পরিবারের সদস্য এবং প্রিয়জনদের জন্য ৷ প্রভু শ্রীরাম বিদেহী আত্মাকে চিরশান্তি দান করুন এবং তাঁর পরিবারকে এটি সহ্য করার শক্তি দিন । ওম শান্তি !"
কুনওয়ার সর্বেশ মোরাদাবাদের লড়াইয়ে বিরোধী জোট ইন্ডিয়া ব্লকের রুচি বীরের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন । অসুস্থতার কারণে ভোটের প্রচারেও তিনি সেভাবে অংশ নিতে পারেননি ৷ (এএনআই)
আরও পড়ুন:
- 2004 সালের পুনরাবৃত্তি হবে, 175টি আসনে থামবেন 'পরম বন্ধু' প্রধানমন্ত্রী মোদি, দাবি বিহারীবাবুর
- গতবারের চেয়ে ভোট কমল তিন কেন্দ্রেই, প্রথম দফার তথ্য সামনে আনল কমিশন
- তিন জেলায় বিক্ষিপ্ত অশান্তি, ধারা বজায় রেখেই শান্তিপূর্ণ ভোট উত্তরবঙ্গে