পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

ভোট দিয়ে সেলফিতে মাতলেন পরিবারের তিন প্রজন্মের 96 জন - Lok Sabha Election 2024 - LOK SABHA ELECTION 2024

Lok Sabha Election 2024: একা থাকার দৌড়ে এক অন্যরকম ছবি কর্ণাটকে ৷ একসঙ্গে ভোট দিল তিন প্রজন্ম ৷ তাও আবার এক-দুই নয়, একেবারে পরিবারের 96 জন সদস্য গণতন্ত্রের সবচেয়ে বড় উৎসবে সামিল হলেন মঙ্গলবার ৷

Lok Sabha Election 2024
পরিবারের 96 জনের একসঙ্গে ভোটদান (নিজস্ব ছবি)

By ETV Bharat Bangla Team

Published : May 7, 2024, 7:12 PM IST

হুবলি(কর্ণাটক), 7 মে: 'হাম সাথ সাথ হ্যায়' ৷ যেখানে আজ প্রতিনিয়ত পরিবার ভাঙার খেলা চলছে, সেখানে দাঁড়িয়ে অন্য ধরণের ছবি ধরা পড়ল কর্ণাটকের একটি গ্রামে ৷ ছোট থেকে বড় মিলিয়ে একসঙ্গে পরিবারের 96 জন সদস্য ভোট দিলেন মঙ্গলবার ৷ স্বাভাবিকভাবেই এই ঘটনা দৃষ্টি আকর্ষণ করেছে সবার ৷ ঘটনাটি ঘটেছে কর্ণাটকের হুবলির নুলভি গ্রামে ৷

জানা গিয়েছে, এ দিন পরিবারের তিন প্রজন্মের সদস্যরা একত্রিত হয়ে ভোট দিয়েছেন, যা হুবলি তালুকের নুলভি গ্রামের অন্যদের জন্য একটি উদাহরণ তৈরি করেছে । পরিবারের সকল সদস্যরা কন্নড় গার্লস স্কুলের 56 এবং 57 নম্বর ভোটকেন্দ্রে এসে তাঁদের ভোট দিয়েছেন । ভোট দেওয়ার পর সবাই সেলফি তুলে এই আনন্দ উৎসব উদযাপন করেন । পরে ছবিটি পোস্ট করেছেন সোশাল মিডিয়ায় ৷ যৌথ পরিবারের ছবি মন কেড়েছে নেটিজেনদেরও ৷

রাজ্যে মোট 28টি লোকসভা কেন্দ্র রয়েছে । লোকসভা নির্বাচনের তৃতীয় দফায় আজ কর্ণাটকের 14টি আসনে ভোটগ্রহণ হয় । 26 এপ্রিল দক্ষিণাঞ্চল ও উপকূলীয় অধিকাংশ জেলার 14টি আসনে প্রথম দফায় ভোটগ্রহণ হয়েছে । মঙ্গলবার যে এলাকায় নির্বাচন হয়েছে সেগুলি হল চিক্কোডি, বেলাগাভি, বাগালকোট, বিজয়পুর, কালাবুরাগি, রায়চুর, বিদার, কোপ্পাল, বেল্লারি, হাভেরি, ধারওয়াড়, উত্তরা কন্নড়, দাভাঙ্গেরে এবং শিবমোগা ।

এই দফার ভোটে ভাগ্য নির্ধারণ হল প্রাক্তন মুখ্যমন্ত্রী বাসভরাজ বোমাই (হাভেরি) এবং জগদীশ শেত্তার (বালগাঁও), কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ জোশী (ধরওয়াড়) এবং বিজেপির ভগবন্ত খুবার (বিদার) ৷ অন্যদিকে কংগ্রেস গীতা শিবরাজকুমার (শিমোগা), অভিনেতা শিবরাজ কুমারের স্ত্রী এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী এস বাঙ্গারপ্পার কন্যা, এআইসিসি সভাপতি মল্লিকার্জুন খার্গের জামাই, রাধাকৃষ্ণ দোদ্দামনিকে (গুলবর্গা) প্রার্থী করেছে ৷

আরও পড়ুন:

  1. বেলা 3টে পর্যন্ত দেশে ভোট পড়ল 50 শতাংশেরও বেশি, এগিয়ে বাংলা, পিছিয়ে মহারাষ্ট্র
  2. ভোট দিলেন মোদি-শাহ, বুথের বাইরে অটোগ্রাফ প্রধানমন্ত্রীর
  3. পাঞ্জাবি-শাড়ি পরে জোড়ায় ভোটদান রীতেশ-জেনেলিয়ার; দেখুন ভিডিয়ো

ABOUT THE AUTHOR

...view details