রেওয়াড়ি (হরিয়ানা), 6 মার্চ:মর্মান্তিক পথ দুর্ঘটনার বলি একই পরিবারের 5 সদস্য ৷ হরিয়ানার রেওয়ারি এলাকায় হেন্দ্রগড় রোডের সিহা গ্রামে বুধবার সকালে দুর্ঘটনাটি ঘটেছে ৷ সরকারি বাসের সঙ্গে বিয়ে বাড়ি ফেরত গাড়িটির মুখোমুখি ধাক্কা হয় ৷ ঘটনায় মৃত্যু হয়েছে 5 জনের ৷ নিহতরা সকলেই গাড়িতে ছিলেন ৷ পলাতক ঘাতক বাসের চালক ৷ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ৷
দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে উপস্থিত হয় পুলিশ ৷ দেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে ৷ মৃতদের পরিবারের সদস্যদের খবর দেয় ৷ পুলিশ সূত্রে খবর, নিহত পাঁচ জনই চরখি-দাদরি জেলার বাসিন্দা। তারা সবাই রেওয়ারি জেলার ধারুহেরা শহরের কাছে তাতারপুর গ্রামে একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিল। বুধবার সকালে একটি বেলেনো গাড়িতে চরখি-দাদরি যাচ্ছিলেন। সকলেই সেখানকার বাসিন্দা ৷ দুর্ঘটনার পর রাস্তায় বিশৃঙ্খলা ও দীর্ঘ যানজট সৃষ্টি হয়। দীর্ঘ সময় যানচলাচল ব্যহত হয় ৷