ঢেঙ্কানল (ওড়িশা), 10 ফেব্রুয়ারি: এক শিশু-সহ এক পরিবারের চারজনের অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটেছে ৷ শনিবার ওড়িশার একটি ইটভাটায় এই ঘটনা ঘটে ৷ শ্বাসরুদ্ধ হয়ে ওই চারজনের মৃত্যু হয়েছে ৷ মৃত শিশুর বয়স সাত বছর ৷ পুলিশ জানিয়েছে, ঘটনাটি ওড়িশার ঢেঙ্কানলের কান্তবনিয়া এলাকার হলেও মৃতরা ছত্তিশগড়ের বাসিন্দা ৷ তবে মৃতদের নাম ও পরিচয় এখানে বিস্তারিতভাবে জানা যায়নি ৷ কিভাবে এই ঘটনা ঘটল, তা তদন্তে করে দেখছে পুলিশ ৷ মৃত্যুর প্রকৃত কারণ জানতে আপাতত ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষা করছেন তদন্তকারীরা ৷
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার রাতে শ্রমিকরা ইটের ভাটায় আগুন লাগিয়ে ঘুমিয়ে পড়ে । সেই আগুন থেকে নির্গত বিষাক্ত ধোঁয়ায় শ্বাসরোধে ওই চারজনের মৃত্যু হয় । তবে রাতে বিষয়টি অন্যরা টের পাননি ৷ শনিবার সকালে বিষয়টি জানাজানি হয় । তখনই তাঁদের সবাইকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ সেখানেই চিকিৎসকরা তাঁদের মৃত বলে ঘোষণা করেন ।
এর পরই পুলিশকে খবর দেওয়া হয় ৷ পুলিশ হাসপাতালে পৌঁছয়৷ ইটভাটার অন্য শ্রমিকদের জিজ্ঞাসাবাদ করে ৷ প্রাথিকভাবে পুলিশ জানতে পেরেছে যে ওই চারজন ইটের কাঠামোর উপরে ঘুমিয়েছিল ৷ তার জেরেই তাঁরা বিষাক্ত গ্যাসের কবলে পড়েন ৷ ঘুমন্ত অবস্থাতেই শ্বাসরুদ্ধ হয়ে মারা যান ৷ উপরে থাকায় অন্যরা কেউ বিষয়টি টের পাননি ৷