হায়দরাবাদ, 13 নভেম্বর: মালগাড়ি লাইনচ্যুত হওয়ায় বাতিল একাধিক ট্রেন ৷ মঙ্গলবার রাতে তেলেঙ্গানার পেদ্দাপালি এবং রামাগুন্ডমের মধ্যে রাঘবপুরে একটি মালগাড়ি লাইনচ্যুত হয়। তার জেরে দিল্লি-চেন্নাই রুটে ট্রেন চলাচলে ব্যাঘাত ঘটে। সবমিলিয়ে 39টি ট্রেন বাতিল করা হয়েছে। পাশাপাশি 7টি ট্রেন নির্ধারিত স্টেশনের আগেই যাত্রা শেষ করেছে।
জানা গিয়েছে, ট্রেনটিতে মূলত লোহার কয়েল ছিল ৷ এমনকী ট্রেনটি ওভারলোড ছিল বলেও জানা গিয়েছে রেল সূত্রে ৷ ঘটনায় 11টি ওয়াগন উল্টে যায়। দ্রুতগামী ট্রেনের বগিগুলির মধ্যে সংযোগ বিচ্ছিন্ন হওয়ায় তিনটি ট্র্যাক মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে ৷ একটি বগি অন্যটির উপরে উঠে যায়। রাত থেকেই ঘটনাস্থলে উদ্ধার অভিযান চলছে বলে রেল সূত্রে খবর।
পণ্যবাহী ট্রেন লাইনচ্যুত হওয়ার কারণে একাধিক ট্রেন বাতিল করা হয়েছে বলে খবর ৷ দক্ষিণ-মধ্য রেলওয়ে 39টি ট্রেন বাতিল করা হয়েছে এবং সাতটি ট্রেনের যাত্রা নির্দিষ্ট স্টেশনের আগেই শেষ হয়েছে । পাশাপাশি 53টি ট্রেনের রুট পরিবর্তন করা হয়েছে। সাতটি ট্রেনের সময়সূচি বদলে গিয়েছে।