পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

লাইনচ্যুত মালগাড়ি, বাতিল 39টি ট্রেন; নাকাল যাত্রীরা

তেলেঙ্গানায় লাইনচ্যুত হয় পণ্যবাহী ট্রেন। তার জেরে দিল্লি-চেন্নাই রুটে ট্রেন চলাচলে ব্যাপক প্রভাব পড়েছে । বেশ কয়েকটি ট্রেন বাতিল হয়েছে। যাত্রাপথও বদলেছে কিছু ট্রেনের।

TRAIN DERAILED
লাইনচ্যুত মালগাড়ি (প্রতীকী চিত্র)

By ETV Bharat Bangla Team

Published : Nov 13, 2024, 3:29 PM IST

হায়দরাবাদ, 13 নভেম্বর: মালগাড়ি লাইনচ্যুত হওয়ায় বাতিল একাধিক ট্রেন ৷ মঙ্গলবার রাতে তেলেঙ্গানার পেদ্দাপালি এবং রামাগুন্ডমের মধ্যে রাঘবপুরে একটি মালগাড়ি লাইনচ্যুত হয়। তার জেরে দিল্লি-চেন্নাই রুটে ট্রেন চলাচলে ব্যাঘাত ঘটে। সবমিলিয়ে 39টি ট্রেন বাতিল করা হয়েছে। পাশাপাশি 7টি ট্রেন নির্ধারিত স্টেশনের আগেই যাত্রা শেষ করেছে।

জানা গিয়েছে, ট্রেনটিতে মূলত লোহার কয়েল ছিল ৷ এমনকী ট্রেনটি ওভারলোড ছিল বলেও জানা গিয়েছে রেল সূত্রে ৷ ঘটনায় 11টি ওয়াগন উল্টে যায়। দ্রুতগামী ট্রেনের বগিগুলির মধ্যে সংযোগ বিচ্ছিন্ন হওয়ায় তিনটি ট্র্যাক মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে ৷ একটি বগি অন্যটির উপরে উঠে যায়। রাত থেকেই ঘটনাস্থলে উদ্ধার অভিযান চলছে বলে রেল সূত্রে খবর।

পণ্যবাহী ট্রেন লাইনচ্যুত হওয়ার কারণে একাধিক ট্রেন বাতিল করা হয়েছে বলে খবর ৷ দক্ষিণ-মধ্য রেলওয়ে 39টি ট্রেন বাতিল করা হয়েছে এবং সাতটি ট্রেনের যাত্রা নির্দিষ্ট স্টেশনের আগেই শেষ হয়েছে । পাশাপাশি 53টি ট্রেনের রুট পরিবর্তন করা হয়েছে। সাতটি ট্রেনের সময়সূচি বদলে গিয়েছে।

বাতিল ট্রেনের তালিকা

নরসাপুর-সেকেন্দ্রাবাদ, সেকেন্দ্রাবাদ-নাগপুর, হায়দরাবাদ-সিরপুর খাগজনগর, সেকেন্দ্রাবাদ-সিরপুর টাউন, সিরপুর টাউন-করিমনগর, করিমনগর-বোধন, সিরপুর টাউন-ভদ্রাচলম রোড, ভদ্রাচলম রোড-বল্লারশাহ-কাজিপেট, যশবন্তপুর-মুজাফ্‌দাসপুর, কাজিপেট করিমনগর, সেকেন্দ্রাবাদ-রামেশ্বরম, সেকেন্দ্রাবাদ-তিরুপতি, আদিলাবাদ-পারলি, আকোলা-পূর্ণা, আদিলাবাদ-নান্দেদ, নিজামবাদ-কাচিগুড়া, গুন্টাকাল্লু-বোধন ট্রেন বাতিল করা হয়েছে বলে রেল সূত্রে খবর।

চলছে মেরামতির কাজ

জানা গিয়েছে, রাঘবপুরের কাছে রেলপথ সংস্কারের কাজ চলছে যুদ্ধের ভিত্তিতে। ট্র্যাকে উল্টে যাওয়া পণ্যের বাক্সগুলি সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। ভাঙা বিদ্যুতের খুটিগুলিও ফের ঠিক করার কাজও চলছে ৷ দক্ষিণ-মধ্য রেলওয়ের জিএম অরুণ কুমার জৈন জানান, কাজ দ্রুত গতিতে চলছে ৷ নতুন ট্রেন ঘটনাস্থলে এনে দ্রুত কাজ করা হচ্ছে। কাজ শেষ হলে ধীরে ধীরে ট্রেন চলাচল স্বাভাবিক হয়ে যাবে বলে মনে করছেন রেলের আধিকারিকরা।

ABOUT THE AUTHOR

...view details