মেষ: আজ আপনি যে কাজই করবেন ৷ তাতেই সম্পূর্ণ স্বাধীনতা চাইবেন। যে কাজ আপনি করতে চান, তাতে মনোযোগ দিন ৷ দেখবেন ধৈর্য্য আপনাকে সবকিছু সহজে সামলাতে সাহায্য করবে। আপনার আনন্দের মাত্রা বেশি থাকবে ৷ স্বাস্থ্য ভালো থাকবে। আপনি আর্থিক পরিকল্পনা ও দীর্ঘ-মেয়াদী নিরাপত্তা নিয়ে আরও বেশি গুরুত্ব সহকারে চিন্তাভাবনা করবেন। আজ আপনি ব্যয়ের দিকে বেশি মনোযোগ দেওয়ার ফলে, আর্থিক গ্রাফ স্থিতিশীল হবে ৷
বৃষ: আজ আপনি প্রত্যয়ী ৷ সতর্ক থাকুন, কেননা আপনার অনমনীয় মনোভাবের কারণে আপনাকে একগুঁয়ে মনে হতে পারে। আপনার মতামত জোরের সঙ্গে প্রকাশ করা আপনার স্বভাব। কর্মক্ষেত্রের চাপের জন্য আজ অনেক সময় ব্যয় হবে। স্বাস্থ্য ও সুস্থতা আজ দিনে সব থেকে বেশি প্রাধান্য পাবে। খুবই স্বাভাবিক যে, আপনি ফিটনেস সংক্রান্ত পরিকল্পনা করবেন ও অবিলম্বে শরীরচর্চা শুরু করবেন।
মিথুন: আজ আপনি একটু বিষণ্ণ ও মনমরা বোধ করতে পারেন। আজ একাকীত্ব বোধ আপনাকে চেপে ধরতে পারে। আপনার চেপে রাখা আবেগ ও আকাঙ্ক্ষা, এমনকি আপনার বুদ্ধিগত শিক্ষাও সামনে বেরিয়ে আসবে। এই চ্যালেঞ্জিং দিনে আপনাকে হয়ত পরিশ্রম করতে হবে। অবিলম্বে ফল চাইলে, আপনাকে হতাশ হতে হবে। আপনি যথাসাধ্য চেষ্টা করেছেন, কিন্তু গ্রহগুলি ততটা অনুকূলে নেই। ভালো কাজ করুন, আগামিকাল ভালো হবে।
কর্কট: আপনাকে মানুষজনের খিটখিটে ও কপট মনে হতে পারে । নিজের সুস্থির স্বভাব ধরে রাখুন। যদি নিজের সুনাম ধরে রাখতে চান এবং সম্পর্কগুলিকে বাঁচাতে চান, তাহলে অন্যদের সঙ্গে রূঢ় ব্যবহার করবেন না। উপরওয়ালা ও সহকর্মীদের সঙ্গে বিবাদ এড়িয়ে চলুন। আজ কাজের চাপ বেশি থাকবে ঠিকই, কিন্তু আপনার উদ্ভাবনী ক্ষমতাও অন্যদিনের থেকে বেশি কাজ করবে।
সিংহ: ঘর সাজিয়ে বা সংস্কার করে বাড়িকে এক নতুন রূপ দিতে চাইবেন। আপনি ফেলে দেওয়া জনিসকেও অসাধারণ কাজে লাগাবেন ৷ আপনার বাসার পরিবেশ উন্নত করার জন্য দারুণ কিছু শৈল্পিক জিনিস তৈরি করবেন। আপনি কিছু অর্থ সঞ্চয় করতে সক্ষম হবেন। আপনার একাগ্রতা ও আত্মবিশ্বাস দুইই তুঙ্গে থাকার ফলে, আগে থেকে নির্ধারিত সময়সীমার মধ্যেই আপনি কাজ শেষ করে ফেলতে পারবেন।
কন্যা: মন উদার রাখুন এবং আপনার কল্পনাশক্তিকে মুক্তভাবে বইতে দিন। আজ আপনি সৃজনশীল বোধ করবেন ৷ আপনার উদ্ভাবনী ধারণাগুলিকে বাস্তবায়িত করার চেষ্টা করবেন। ভাগ্য আপনার সহায় থাকবে ৷ আপনি ঝুঁকি নিয়েছিলেন, এরকম কিছু কিছু বিষয়ে ফল পাবেন। যা যা কাজ করবেন, সেগুলির ব্যাপারে আপনি খুবই উৎসাহী ও উদ্যমী থাকবেন। আর্থিক বিষয়ে আজ ভাগ্য আপনার অনুকূলে থাকবে। খরচ সম্পর্কে ইতিবাচক মনোভাব থাকায় আপনার সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য হবে। কিছু জিনিস কেনা ও বেচার আগে আপনি ভালো করে গবেষণা করবেন।