নয়াদিল্লি, 25 জানুয়ারি: 75তম সাধারণতন্ত্র দিবসে বীরত্ব ও পরিষেবা পদক পাচ্ছেন পুলিশ, দমকল, হোম গার্ড, সিভিল ডিফেন্স এবং সংশোধনাগারের দায়িত্বে থাকা 1132 জন কর্মী ৷ বৃহস্পতিবার এমনটাই ঘোষণা করা হয়েছে কেন্দ্রীয় সরকারের তরফে ৷ মরণোত্তর রাষ্ট্রপতির বীরত্বের পদকে ভূষিত করা হবে বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) দুই হেড কনস্টেবলকে ৷ তাঁরা হলেন প্রয়াত সানওয়ালা রাম বিষ্ণোই এবং প্রয়াত শিশু পাল সিং ৷
এই 1 হাজার 132 জন কর্মীদের মধ্যে রাষ্ট্রপতি বীরত্বের পদক দুজন, 275 জন বীরত্বের পদক, 102 জন রাষ্ট্রপতি পদক এবং 753 জন মেধাবী সেবার জন্য পদক দেওয়া হচ্ছে । স্বরাষ্ট্র মন্ত্রক এ দিন এক বিবৃতিতে বলেছে, " 2024 সালের সাধারণতন্ত্র দিবস উপলক্ষে পুলিশ, দমকল, হোম গার্ড এবং সিভিল ডিফেন্স এবং সংশোধনাগার পরিষেবার মোট 1132 জন কর্মীকে বীরত্ব ও পরিষেবা পদক প্রদান করা হচ্ছে ৷"
277টির মধ্যে মাওবাদী প্রভাবিত অঞ্চলের 119 জন কর্মী, জম্মু ও কাশ্মীর অঞ্চলের 133 জন এবং অন্যান্য অঞ্চলের 25 জন কর্মীকে তাঁদের বীরত্বপূর্ণ কাজের জন্য পুরস্কৃত করা হচ্ছে । 277টি বীরত্ব পদকের মধ্যে 275টি পদক পুলিশ কর্মীরা পাচ্ছেন ৷ এর মধ্যে জম্মু ও কাশ্মীর পুলিশের 72 জন, মহারাষ্ট্রের 18 জন কর্মী, ছত্তিশগড় থেকে 26 জন, ঝাড়খণ্ডের 23 জন, ওড়িশার 15 জন, দিল্লির 8 জন, সিআরপিএফের 65 জন কর্মীকে এসএসবি থেকে 21 জন এবং অন্যান্য রাজ্য, কেন্দ্রশাসিত অঞ্চল ও কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী থেকে অবশিষ্ট কর্মীদের পুরস্কৃত করা হচ্ছে ।
ডিস্টিংগুইশড সার্ভিসের (পিএসএম) জন্য 102টি রাষ্ট্রপতি পদকের মধ্যে 94টি পুলিশ সার্ভিস, চারটি ফায়ার সার্ভিস, চারটি সিভিল গার্ড এবং চারটি হোম গার্ড সার্ভিসকে দেওয়া হচ্ছে । মেধাবী সেবার (এমএসএম) জন্য 753টি পদকের মধ্যে 667টি পুলিশ সার্ভিসে, 32টি ফায়ার সার্ভিসকে, 27টি সিভিল ডিফেন্স ও হোমগার্ড সার্ভিসকে এবং 27টি সংশোধনমূলক পরিষেবাকে প্রদান করা হয়েছে ।
আরও পড়ুন:
- এই প্রথম, সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজে দিল্লি পুলিশের হয়ে হাঁটবেন শুধুই মহিলা কর্মীরা
- সাধারণতন্ত্র দিবসে দিল্লি বিমানবন্দরে উড়ান নিয়ন্ত্রণ, নির্দিষ্ট সময়ে বন্ধ পরিষেবা
- সাধারণতন্ত্র দিবস উদযাপনে সম্ভবত ভারতে আসছেন না বাইডেন, এখনই হচ্ছে না কোয়াড সামিটও