পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

জর্জিয়ায় বিষাক্ত গ্যাসে মৃত্যু 11 ভারতীয়র, জানাল দূতাবাস - INDIANS FOUND DEAD IN GEORGIA

জর্জিয়ার একটি ভারতীয় রেস্তোরাঁয় বিষাক্ত কার্বন মনোক্সাইড গ্যাস ছড়িয়ে পড়ায় মৃত্যু হল 11 জন ভারতীয়র ৷ দূতাবাসের তরফে এই খবর নিশ্চিত করা হয়েছে।

11 Indians Found Dead At Restaurant In Georgia's Mountain Resort Of Gudauri
জর্জিয়ায় বিষাক্ত গ্যাসে মৃত্যু 11 ভারতীয়ের (ফাইল ছবি)

By ETV Bharat Bangla Team

Published : Dec 16, 2024, 11:06 PM IST

তবলিসি, 16 ডিসেম্বর: বিদেশের মাটিতে বিষাক্ত গ্যাসে মৃত্যু হল 11 ভারতীয়ের ৷ প্রাণ গিয়েছে আরও একজনের। তাঁদের মৃতদেহ উদ্ধার হল জর্জিয়ার একটি রেস্তোরাঁ থেকে ৷ সোমবার ভারতীয় দূতাবাসের তরফে এই খবর জানানো হয়েছে ৷ জর্জিয়ার অভ্যন্তরীণ মন্ত্রক জানিয়েছে, প্রাথমিক তদন্তে কোনও হিংসাত্মক ঘটনায় আহত হওয়ার প্রমাণ মেলেনি ৷ তবে ঠিক কীভাবে এই মৃত্যু হল তা খতিয়ে দেখা হচ্ছে।

স্থানীয় সংবাদপত্র পুলিশের সূত্রে পাওয়া খবরে উদ্ধৃত করে জানিয়েছে, 11 জন ভারতীয় বিষাক্ত কার্বন মনোক্সাইড গ্যাসে প্রাণ হারিয়েছেন ৷ জর্জিয়ার রাজধানী তবলিসিতে ভারতীয় মিশন জানিয়েছে, এটা খুব দুর্ভাগ্যজনক ঘটনা ৷ দূতাবাসের তরফে একটি বিবৃতিতে আরও জানানো হয়, "মৃতদেহগুলি ভারতে পাঠানোর জন্য স্থানীয় প্রশাসনের সঙ্গে কাজ করছে ভারতীয় দূতাবাস ৷ আমরা শোকাহত পরিবারের সঙ্গেও যোগাযোগ রাখছি ৷ তাঁদের সব দিক দিয়ে সাহায্য করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ ৷"

ভারতীয় দূতাবাসের প্রেস বিজ্ঞপ্তি (ছবি সৌজন্য: এএনআই)

দূতাবাস প্রথমে জানিয়েছিল, এই 12 জনই ভারতীয় নাগরিক ৷ তাঁরা গুদাউরিতে একটি ভারতীয় রেস্তোরাঁয় কাজ করতেন ৷ কিন্তু পরে জর্জিয়ার অভ্যন্তরীণ মন্ত্রক একটি বিবৃতিতে জানায়, 11 জন বিদেশি এবং একজন জর্জিয়ার নাগরিক ৷ সেই মতো তথ্য সংশোধন করে নেয় ভারতীয় দূতাবাসও।

জানা গিয়েছে, মৃতরা সবাই ভারতীয় রেস্তোরাঁর কর্মী ছিলেন ৷ ওই রেস্তোরাঁর দু'তলার একটি ঘরে তাঁদের মৃত অবস্থায় পাওয়া যায় ৷ জর্জিয়ার ক্রিমিনাল কোড-এর 116 নম্বর অনুচ্ছেদের আওতায় পুলিশ তদন্ত শুরু করেছে ৷ প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, রেস্তোরাঁ ভিতরে একটি পাওয়ার জেনারেটর ছিল ৷ সেটি ওই ঘরের কাছেই একটি বদ্ধ জায়গায় রাখা ছিল ৷ সম্ভবত স্থানীয় সময় শুক্রবার রাতে হঠাৎ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ার পর সেটি চালু করা হয় ৷ তা থেকেই ঘটে দুর্ঘটনা। এই মৃত্যুর আসল কারণ জানতে ফরেনসিক পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে বলে খবর ৷

ABOUT THE AUTHOR

...view details