পশ্চিমবঙ্গ

west bengal

Benefits of Ginger: ছোট্ট আদার গুণ কতটা ? দেখে নিন একনজরে

By

Published : Sep 9, 2022, 1:04 PM IST

আমরা সকলেই জানি আদার অনেক গুণ ৷ নানা রকম কাজে আদার ব্যবহার করলে উপকৃত হবেন । দেখে নিন কোথায় কোথায় আদার ব্যবহার করলে সবচেয়ে বেশি উপকৃত হবেন (Ginger is beneficial for health) ৷

Ginger News
আদার গুনাগুন অনেক

হায়দরাবাদ:আদাএমন একটি স্বাস্থ্যকর মশলা, যা অনেক উপকারে লাগে । আদায় থাকে পরিপোষক পদার্থ এবং এটি দীর্ঘকাল থেকেই আয়ুর্বেদে ওষুধ হিসেবে ব্যবহৃত হচ্ছে । আদার বৈজ্ঞানিক নাম জিঞ্জিবার অফিসিনেল ৷ আদাকে প্রতিদিনের খাদ্য তালিকার মধ্যে যেমন রাখা যায়, তেমনই কিছু নির্দিষ্ট চিকিৎসার জন্যও ব্যবহার করা যেতে পারে (Ginger is beneficial for health)।

আদার গুনাগুন জেনে নিন

1. পেশিতে ব্যথা, কালশিটে পড়ে যাওয়া বা গাঁটে ব্যথা এবং অস্টিও আর্থ্রাইটিসের মতো অনেক ধরনের পেশি সংক্রান্ত রোগ উপশমে এটি ব্যবহার করা যেতে পারে ।

2. এটি রক্তের শর্করার মাত্রাও হ্রাস করতে সহায়তা করে ।

3. অ্যান্টি-লিপিডেমিক হিসেবে এর কার্যকারিতা প্রমাণিত ৷ যার অর্থ এটি মেদ কমাতে সাহায্য করে ।

আদার গুনাগুন অনেক

4. কার্ডিয়াক বা হার্টের উপর ঝুঁকি কমাতেও আদা খুবই উপকারী ৷ সেই কারণেই এটাকে রোজকার খাদ্য তালিকায় অন্তর্ভুক্ত করা যেতে পারে । যদিও কোনও ব্যক্তি যদি হাইপারটেনসিভ, হাইপারলিপিডেমিকের মতো সমস্যায় ভোগেন, তাহলে তিনি এটাকে ওষুধ হিসেবে ব্যবহার করতেও পারেন ৷

আদার গুনাগুন অনেক

5. বমিভাব এবং প্রাতঃকালীন অসুস্থতার মতো সমস্যার চিকিৎসা করতে আদার ভূমিকা খুবই কার্যকরী হয় ৷

6. যেহেতু এটা ঝাঁঝালো প্রকৃতির হয় ৷ তাই সাধারণ সর্দি এবং জ্বরের চিকিৎসায় এর উপকারিতা অনেকটাই বেশি ।

7. দীর্ঘমেয়াদী বদহজম, পেটে সবসময় ভার অনুভব হওয়া, ফুলে যাওয়া, হজম ঠিকমতো না হওয়া, এমন পরিস্থিতি তৈরি হলে আদা দিয়ে চিকিৎসা করা যেতে পারে ।

8. প্রাক-মাসিক সিনড্রোমে (PMS) এর সময় মাসিক সংক্রান্ত বাধা কমাতে অ্যান্টিস্পাসোমডিক হিসাবে এটির ব্যবহার করা যেতে পারে ৷

আদার গুনাগুন অনেক

9. অ্যান্টিলিপিডেমিক হওয়ায় কারণে এটি আলঝাইমার রোগ থেকে কাউকে রক্ষা করার জন্য ব্যবহার করা যেতে পারে ।

10. এটি বার্ধক্য রোধ করার জন্য খুবই কার্যকরী হতে পারে ৷ আর এটাকে রসায়নও বলা হয় ৷ যার অর্থ আদার ব্যবহারে বার্ধক্য প্রক্রিয়া বিলম্বিত করতে পারে ।

আরও পড়ুন: ওজন কমাতে চান ? মেনে চলুন কয়েকটি টিপস

ABOUT THE AUTHOR

...view details