পশ্চিমবঙ্গ

west bengal

By

Published : Mar 2, 2022, 5:07 PM IST

ETV Bharat / sukhibhava

New study on COVID 19: কোভিড আক্রান্তের দেহের বিভিন্ন অংশে লুকিয়ে থাকতে পারে নানা ভ্যারিয়েন্ট

কোভিডে আক্রান্তের দেহের বিভিন্ন অংশে (New study on COVID 19) লুকিয়ে থাকতে পারে এই ভাইরাসের নানা ভ্যারিয়েন্ট ৷ নয়া এক গবেষণায় উঠে এল এই তথ্য (COVID infected people may have different variants hidden in several body parts)৷

covid-infected-people-may-have-different-variants-hidden-in-several-body-parts-report
কোভিড আক্রান্তের দেহের বিভিন্ন অংশে লুকিয়ে থাকতে পারে নানা ভ্যারিয়েন্ট

কলকাতা, 2 মার্চ: কোভিডে আক্রান্তদের (COVID infected people may have different variants hidden in several body parts) শরীরের বিভিন্ন অংশে লুকিয়ে থাকতে পারে সার্স-কোভ-2-এর বিভিন্ন ভ্যারিয়েন্ট ৷ দুই আন্তর্জাতিক গবেষণায় এই দাবি করেছেন বিশেষজ্ঞরা ৷

ব্রিটেনের ব্রিস্টল বিশ্ববিদ্যালয় ও জার্মানির ম্যাক্স প্ল্যাংক ইনস্টিটিউট ফর মেডিক্যাল রিসার্চের নেতৃত্বে একটি গবেষণায় (how covid affects organs ) দাবি করা হয়েছে, সংক্রামিত ব্যক্তির শরীরের কোন অংশে ভাইরাস বাসা বেঁধেছে, তা সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া খুবই কঠিন ৷ নেচার কমিউনিকেশনস নামে পত্রিকায় প্রকাশিত এই গবেষণায় দেখানো হয়েছে, কীভাবে ভাইরাস (New study on COVID 19) বিভিন্ন কোষে আলাদা আলাদা ভাবে বিবর্তিত হতে পারে ৷

আরও পড়ুন:Heat Affect Cognitive Functions: গরমের দিনে বেশি হাঁটাহাটি প্রভাব ফেলে কগনেটিভ পারফরম্যান্সেও

গবেষণায় ভাইরাসের সংক্রমণের চক্রে সার্স-কোভ-2-এর স্পাইক প্রোটিনের পকেটগুলোর কার্যকারিতা নিয়ে অনুসন্ধান চালিয়েছেন বিশেষজ্ঞরা (how long does covid stay in our body) ৷ ব্রিস্টল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ইমর বার্জার বলেন, "মূল ভাইরাসের জায়গায় এখন বহু ভ্যারিয়েন্ট এসে গিয়েছে ৷ বিশ্বজুড়ে এখন সবচেয়ে বেশি প্রভাব বিস্তার করে রয়েছে ওমিক্রন ও ওমিক্রন 2 ৷ ব্রিস্টলে অনেক আগে আবিষ্কার হওয়া ব্রিসডেল্টা নামে একটি ভ্যারিয়েন্ট আমরা পরীক্ষা করে দেখেছি ৷ এটি মূল ভাইরাস থেকে তার আকার পরিবর্তন করেছে ৷ তবে যে পকেট থেকে এটি আবিষ্কার করা হয়েছিল, তার কোনও পরিবর্তন হয়নি ৷"

আরও পড়ুন:Healthy diet in Summer : তীব্র দাবদাহে সুস্থ থাকতে ভরসা রাখুন সঠিক ডায়েটে

ব্রিসডেল্টা গবেষণার নেতৃত্বে থাকা অধ্যাপক কপিল গুপ্তা বলেন, "আমরা গবেষণার ফলাফলে দেখেছি যে, এক ব্যক্তিরই দেহের বিভিন্ন অংশে ভাইরাসের বিভিন্ন ভ্যারিয়েন্ট উপস্থিত থাকতে পারে ৷"

ABOUT THE AUTHOR

...view details