পশ্চিমবঙ্গ

west bengal

By

Published : Mar 15, 2019, 11:55 AM IST

ETV Bharat / state

ন্যূনতম বেতন ও পেনশনের দাবিতে জুটমিল ধর্মঘট, প্রভাব ব্যারাকপুরে

ন্যূনতম বেতন ও পেনশনের দাবিতে জুটমিল ধর্মঘট

জুটমিলের সামনের চিত্র

ব্যারাকপুর, ১৫ মার্চ : শ্রমিকদের ন্যূনতম বেতন ও পেনশনের দাবিতে রাজ্যের জুটমিলগুলিতে চলছে ২৪ ঘণ্টার ধর্মঘট। তার প্রভাব পড়েছে ব্যারাকপুর শিল্পাঞ্চলেও। বেশিরভাগ জুটমিল খুললেও শ্রমিকদের উপস্থিতির হার অত্যন্ত কম।

জুটমিল শ্রমিকদের ন্যূনতম ১৮ হাজার টাকা বেতন ও ৬ হাজার টাকা পেনশনের দাবিতে আজ রাজ্যজুড়ে জুটমিল ধর্মঘটের ডাক দিয়েছে CITU। পাশাপাশি, সমকাজে সমবেতন, স্থায়ী ও অস্থায়ী শ্রমিকের অনুপাত ৯০:১০ করার দাবি তোলা হয়েছে। ধর্মঘটে সমর্থন জানিয়েছে AITUC, UTUC, TUCC, AIUTUC, AICCTU ও বেঙ্গল চটকল মজদুর মোর্চা।

আজ সকাল থেকেই ব্যারাকপুর শিল্পাঞ্চলের হুকুমচাঁদ জুটমিল, নৈহাটি জুটমিল, কাঁকিনাড়া নফরচন্দ্র জুটমিলে শ্রমিক উপস্থিতির হার অত্যন্ত কম। পর্যাপ্ত শ্রমিক না থাকায় হুকুমচাঁদ জুটমিল কর্তৃপক্ষের তরফে নোটিশ জারি করে মিলের কাজ বন্ধ রাখা হয়েছে।

ABOUT THE AUTHOR

...view details