পশ্চিমবঙ্গ

west bengal

By

Published : Apr 12, 2023, 12:28 PM IST

ETV Bharat / state

Govt App Cab: সরকারি অ্যাপ ক্যাব পরিষেবা আনতে চলেছে পরিবহণ দফতর

শহরে বাড়ছে বেসরকারি অ্যাপ ক্যাব সংস্থার দৌরাত্ম্য ৷ এই সমস্ত অ্যাপ ক্যাব সংস্থার দৌরাত্ম্য বন্ধ করতেই হাল ধরল রাজ্য পরিবহণ দফতর ৷ এবার সরকারি অ্যাপ ক্যাব নামাতে চলছে পরিবহণ মন্ত্রক ৷

Etv Bharat
অ্যাপ ক্যাব পরিষেবা আনতে চলেছে রাজ্য পরিবহণ দফতর

কলকাতা, 12 এপ্রিল: বেসরকারি অ্যাপ ক্যাবের লাগামছাড়া ভাড়ার মোকাবিলা করতে যে অন্যতম শ্রেষ্ট পথ সরকারি অ্যাপ ক্যাব পরিষেবা চালু করা তা অনেক আগেই বুঝেছে পরিবহণ বিভাগ । তাই এবার সরকারি অ্যাপ ক্যাব পথে নামানোর পরিকল্পনা করছে পরিবহণ মন্ত্রক । যদিও এই পরিকল্পনা পরিবহণ দফতরের নতুন নয় । আগে এই পরিকাঠামো তৈরি করতে যে ধরনের ব্যবস্থাপনার প্রয়োজন তা পরিবহণ দফতর করতে পারেবে কি না তা নিয়ে প্রশ্ন তুলছে ওয়াকিবহল মহল ।

ইতিমধ্যেই আইন প্রণয়নের পরিকল্পনা থেকে শুরু করে অ্যাপ ক্যাব সংগঠনগুলি এবং দু'টি নামজাদা সংস্থার সঙ্গে দফায় দফায় বৈঠক করেছেন রাজ্যের পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী । যদিও এখনও পর্যন্ত তেমন কোনও সুরাহার পথ মেলেনি । এদিকে প্রতিদিন অ্যাপ ক্যাব চালক এবং গ্রাহকদের থেকে বর্ধিত ভাড়া ও কমিশন বাবদ ন্যায্য মূল্যের থেকেও অনেক বেশি টাকা কেটে নেওয়ায় একাধিক অভিযোগ জমা পড়েছে সংস্থাগুলির বিরুদ্ধে । তাই এবার পরিস্থিতি হাতে রাখতে এগিয়ে এসেছে রাজ্য পরিবহণ বিভাগ । সব কিছু ঠিক মতো চললে, হয়তো এই মাসের শেষের দিকেই চালু হয়ে যেতে পারে রাজ্য সরকারের । এমনটাই জানা গিয়েছে পরিবহণ দফতর সূত্রে ৷

এই প্রসঙ্গেই পরিবহণ মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী জানান, যে বেসরকারি অ্যাপ ক্যাব পরিষেবার পাশাপাশি সরকারি অ্যাপ ক্যাব পরিষেবা চালু করার ভাবনাচিন্তা করা হচ্ছে । এই বিষয় অনেক কাজ এগিয়ে গিয়েছে । রাজ্যের তথ্যপ্রযুক্তি বিভাগও সফটওয়্যার তৈরি করার কাজ করছে । মন্ত্রী আরও জানান যে হলুদ ট্যাক্সিকেও যা প্রায় অচল, সেগুলিকেও এই কাজে লাগানো হবে । হলুদ টাক্সি ছাড়াও আরও গাড়ি এই পরিষেবার সঙ্গে যুক্ত করা হবে ।
উল্লেখ্য, হলুদ ট্যাক্সিকে এই পরিষেবার জন্য ব্যবহার করা হলে নিঃসন্দেহে তা ট্যাক্সি মালিকদের জন্য বেশ ভালো হবে । কারণ 2018 সালের জুন মাসে শেষবারের মত হলুদ টাক্সির ভাড়া বেড়েছিল 5 টাকা । ন্যূনতম 25 টাকার থেকে ভাড়া বেড়ে হয়েছিল 30 টাকা । তারপর থেকে তেল, গাড়ির যন্ত্রাংশ এবং ফাইনের অংক বাড়লেও বাড়েনি ট্যাক্সি ভাড়া । তাই রাজ্যের হলুদ ট্যাক্সির ব্যবসা এখন প্রায় আইসিইউতে চলে গিয়েছে । রাজ্য সরকার নতুন অ্যাপ ক্যাব চালু করলে বেহাল দশায় চলে যাওয়া হলুদ ট্যাক্সির মালিকদেরও আর্থিক সুরাহা হবে কিছুটা হলেও ৷

আরও পড়ুন:মানতে হবে এগ্রিগেটের গাইডলাইন, অ্যাপ ক্যাব সংস্থাগুলিকে কড়া বার্তা পরিবহণ মন্ত্রীর

এই প্রসঙ্গেই অনলাইন ক্যাব অপারেটার্স গিল্ডের সাধারণ সম্পাদক ইন্দ্রনীল বন্দ্যোপাধ্যায় বলেন, "বেসরকারি অ্যাপ ক্যাব সংস্থাগুলি সম্পর্কে আমরা বারবার পরিবহণমন্ত্রীকে জানিয়েছি । বেশ কয়েকবার বৈঠকও হয়েছে । প্রায় এক বছর হতে চলল রাজ্যে এখনও লাগু করা গেল না এগ্রিগেটের আইন (বেসরকারি অ্যাপ সংস্থাকে নিয়ন্ত্রণের জন্য় কেন্দ্র সরকারের যে আইন) ৷ অ্যাপ ক্যাব সংস্থাগুলি এখনও কিন্তু 25 থেকে 30 শতাংশ কমিশন কাটছে । সারাদিন ভাড়া খাটার পর দিনের শেষ চালকদের হাতে আর কিছুই পরে থাকছে না । তাই এমতবস্থায় যদি চালক এবং মালিকদের ন্যায্য দাবি মেনে সরকারি অ্যাপ ক্যাব পরিষেবা চালু করা যায় তাহলে তা সবার ক্ষেত্রেই ভালো পদক্ষেপ হবে বলে আমাদের মনে হয় । দ্রুত এই বিষয়টি নিয়ে আমরা পরিবহণমন্ত্রীর সঙ্গে আলোচনায় বসব ।"

ABOUT THE AUTHOR

...view details