পশ্চিমবঙ্গ

west bengal

By

Published : May 30, 2023, 3:26 PM IST

ETV Bharat / state

Theft in Councilor House: খাস কলকাতায় কাউন্সিলারের বাড়িতে চুরি, লুট 50 লাখ টাকা

খাস কলকাতায় কাউন্সিলার সুদর্শনা মুখোপাধ্যায়ের বালিগঞ্জ প্লেসের বাড়িতে লুটপাট চালাল চোরের দল ৷ আলমারি ভেঙে 50 লাখ টাকা লুট করা হয়েছে বলে অভিযোগ ৷

theft in Kolkata
theft in Kolkata

কলকাতা, 30 মে: খাস কলকাতায় চুরি । তাও আবার স্বয়ং কলকাতা পৌরসভার 68 নম্বর ওয়ার্ডের কাউন্সিলার সুদর্শনা মুখোপাধ্যায়ের বালিগঞ্জ প্লেসের বাড়িতে । অভিযোগ, আলমারি ভেঙে 50 লাখ টাকা লুট করে পালিয়েছে দুষ্কৃতীরা ৷

জানা গিয়েছে, দোতলার ফ্ল্যাট তালাবন্ধ অবস্থায় থাকার ফলে গতকাল রাতে দুষ্কৃতীরা শৌচালয়ের দরজার কাচ ভেঙে প্রথমে শৌচালয়ে প্রবেশ করে ৷ এরপর শৌচালয়ের দরজা ভেঙে তারা ঘরের ভিতরে ঢুকে পড়ে বলে পুলিশ সূত্রের খবর । ইতিমধ্যেই কাউন্সিলরের তরফে স্থানীয় গড়িয়াহাট থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে । তদন্তে নেমে পুলিশ জানতে পারে, চোরেরা ঘরে ঢোকার সময় বাড়ির সিসিটিভি ক্যামেরা প্রথমে ভেঙে দেয় । গোটা বিষয়টি প্রকাশ্যে আসে আজ সকালে । খাস কলকাতায় কাউন্সিলারের বাড়িতে চুরির ঘটনায় শহরের সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে ।

জানা গিয়েছে, তিনতলায় থাকেন কাউন্সিলার সুদর্শনা মুখোপাধ্যায় ৷ তাঁর দোতলার ফ্ল্যাট তালাবন্ধ অবস্থাতেই থাকে অধিকাংশ সময় । সকালে দোতলার শৌচালয় থেকে জল পড়ার শব্দ শুনতে পান কাউন্সিলর । এরপরই সেখানে গিয়ে তাঁরা দেখতে পান দুটি ঘর একেবারে লণ্ডভণ্ড অবস্থায় পড়ে রয়েছে । ঘরের আলমারি উন্মুক্ত অবস্থায় রয়েছে এবং সেখান থেকে সোনা-দানা-সহ সমস্ত কিছু নিয়ে চম্পট দিয়েছে চোরের দল ।

খবর পেয়ে ঘটনাস্থলে আসে স্থানীয় থানার পুলিশ । পাশাপাশি আসেন কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের আধিকারিকরাও । তদন্ত নেমে চোরেরা কোন পথ দিয়ে ঢুকল এবং কোন রাস্তা দিয়ে পালাল তা জানার জন্য ইতিমধ্যেই রাস্তার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছেন তদন্তকারীরা । পুলিশ সূত্রের খবর, ঘরের তালা ভাঙতে না পেরে প্রথমে শৌচালয়ের দরজায় কাচ ভেঙে ফেলে চোরেরা । এরপর দুটি ঘর কার্যত লণ্ডভণ্ড করে আলমারির তালা ভেঙে লুটপাট চালায় তারা ৷ আলমারি থেকে 50 লক্ষ টাকা খোয়া গিয়েছে বলে দাবি কাউন্সিলরের ।

সম্প্রতি একটি বিয়ের অনুষ্ঠানের জন্য লক্ষাধিক টাকার সোনার গয়না ওই আলমারিতে রেখেছিলেন কাউন্সিলার । তাঁর অভিযোগ, চোরেরা ওই সোনার গয়না এবং নগদ টাকা নিয়ে চম্পট দিয়েছে । গোটা ঘটনার তদন্তে নেমেছে স্থানীয় থানা এবং লালবাজারের গোয়েন্দা বিভাগ । তবে এই ঘটনার তদন্তে নেমে পুলিশ অনুমান করছে এই চুরির নেপথ্যে থাকতে পারে কোনও পরিচিতের হাত । এর কারণ কাউন্সিলারের দোতলার ঘরটি সারাদিন তালাবন্ধ অবস্থায় থাকে ৷ সেই খবর চোরেরা কীভাবে টের পেল ? এই প্রশ্ন দানা বেঁধেছে তদন্তকারীদের মনে ৷ চলছে জিজ্ঞাসাবাদ ৷

আরও পড়ুন:অনলাইন গেম খেলতে গ্রাহকদের টাকা চুরি ! হাজতে ব্যাংক আধিকারিক

ABOUT THE AUTHOR

...view details