কলকাতা, 30 মে: খাস কলকাতায় চুরি । তাও আবার স্বয়ং কলকাতা পৌরসভার 68 নম্বর ওয়ার্ডের কাউন্সিলার সুদর্শনা মুখোপাধ্যায়ের বালিগঞ্জ প্লেসের বাড়িতে । অভিযোগ, আলমারি ভেঙে 50 লাখ টাকা লুট করে পালিয়েছে দুষ্কৃতীরা ৷
জানা গিয়েছে, দোতলার ফ্ল্যাট তালাবন্ধ অবস্থায় থাকার ফলে গতকাল রাতে দুষ্কৃতীরা শৌচালয়ের দরজার কাচ ভেঙে প্রথমে শৌচালয়ে প্রবেশ করে ৷ এরপর শৌচালয়ের দরজা ভেঙে তারা ঘরের ভিতরে ঢুকে পড়ে বলে পুলিশ সূত্রের খবর । ইতিমধ্যেই কাউন্সিলরের তরফে স্থানীয় গড়িয়াহাট থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে । তদন্তে নেমে পুলিশ জানতে পারে, চোরেরা ঘরে ঢোকার সময় বাড়ির সিসিটিভি ক্যামেরা প্রথমে ভেঙে দেয় । গোটা বিষয়টি প্রকাশ্যে আসে আজ সকালে । খাস কলকাতায় কাউন্সিলারের বাড়িতে চুরির ঘটনায় শহরের সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে ।
জানা গিয়েছে, তিনতলায় থাকেন কাউন্সিলার সুদর্শনা মুখোপাধ্যায় ৷ তাঁর দোতলার ফ্ল্যাট তালাবন্ধ অবস্থাতেই থাকে অধিকাংশ সময় । সকালে দোতলার শৌচালয় থেকে জল পড়ার শব্দ শুনতে পান কাউন্সিলর । এরপরই সেখানে গিয়ে তাঁরা দেখতে পান দুটি ঘর একেবারে লণ্ডভণ্ড অবস্থায় পড়ে রয়েছে । ঘরের আলমারি উন্মুক্ত অবস্থায় রয়েছে এবং সেখান থেকে সোনা-দানা-সহ সমস্ত কিছু নিয়ে চম্পট দিয়েছে চোরের দল ।