পশ্চিমবঙ্গ

west bengal

By

Published : May 9, 2023, 4:54 PM IST

Updated : May 9, 2023, 5:18 PM IST

ETV Bharat / state

Mamata Slams Amit Shah: অমিত শাহের রবি প্রেম নিয়ে রবীন্দ্রজয়ন্তীর মঞ্চ থেকেই নাম না করে খোঁচা মমতার

মঙ্গলবার রবীন্দ্রজয়ন্তীতে জোড়াসাঁকোর ঠাকুরবাড়িতে গিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতি শ্রদ্ধা জানান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷ সেই নিয়ে কটাক্ষ করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷

Mamata Slams Amit Shah
Mamata Slams Amit Shah

কলকাতা, 9 মে: ধনধান্য অডিটোরিয়ামে রবিজয়ন্তী অনুষ্ঠানের মঞ্চ থেকে নাম না করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে আক্রমণ আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । বললেন, ‘‘আমরা যেন কখনও না ভাবি নির্বাচনের প্রয়োজনে 5 টাকায় কাউকে কাউকে কিনতে পাওয়া যায় ৷ এমনকী, ভুল করে শান্তিনিকতনে রবীন্দ্রনাথের জন্মস্থান বলা যায়, বিদ্যাসাগরের মূর্তিও ভেঙে ফেলা যায় ৷ নির্বাচনের কারণে না জেনে লিখে নিয়ে এসে অনেক বড় বড় কথা বলা যায় ৷’’

প্রসঙ্গত, সোমবার রাতেই কলকাতায় এসেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী৷ মঙ্গলবার সকালে জোড়াসাঁকোর ঠাকুরবাড়িতে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতি শ্রদ্ধা জানাতে যান তিনি ৷ তার পর যোগদেন পেট্রাপোলে বিএসএফের এক অনুষ্ঠানে ৷ সেখান থেকে ফিরে আবার তাঁর যোগ দেওয়ার কথা রবীন্দ্রজয়ন্তীর অন্য একটি অনুষ্ঠানে ৷ এ দিন সকালেই রবীন্দ্রজয়ন্তী উপলক্ষে এই শাহী সফর নিয়ে কটাক্ষ করতে দেখা গিয়েছিল কলকাতার মেয়র তথা মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ সদস্য ফিরহাদ হাকিমের মুখে ৷ তার পর বিকেলে মমতাও সমালোচনা করলেন অমিত শাহের ৷ তবে একবার শাহের নাম মুখে আনেননি তিনি ৷

ঠিক যেমন সোমবার অমিত শাহ প্রসঙ্গে কথা বললেও তাঁর নাম করেননি ৷ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে বাংলায় সব সময় তিনি স্বাগত জানান বলে উল্লেখ করেছিলেন মমতা ৷ একই সঙ্গে পরামর্শ দিয়েছিলেন যে অমিত শাহের বাংলার বদলে মণিপুরে যাওয়া উচিত ৷ কারণ, সেখানকার অশান্ত পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনা উচিত ৷

অন্যদিকে এ দিন ধন্য়ধান্য অডিটোরিয়ামে রবীন্দ্রনাথ ঠাকুর প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর সম্বন্ধে কিছু বলা আমাদের পক্ষে শোভা পায় না ৷ কারণ, আমরা আর কতটুকু জানি ৷’’ রবি ঠাকুরের সঙ্গে বাঙালির আত্মার যোগাযোগের কথাও তুলে ধরেন মুখ্যমন্ত্রী ৷ জানান, সম্প্রীতি থেকে সংস্কৃতি, সবেতেই কবিগুরুকে পাওয়া যাবে ৷ একই সঙ্গে তিনি বলেন, ‘‘কবিগুরুর আদর্শ থেকে সরে না যাই, আমরা যেন কখনও নিজেদের আত্মঅহঙ্কারী না ভাবি ৷’’

মুখ্যমন্ত্রীর কথায়, হৃদয় মুক্ত রাখুন ৷ হৃদয়ের মধ্যদিয়ে রবিবন্দনা হোক, তবেই তো রবীন্দ্রনাথ ঠাকুরকে আমরা জানতে পারব ৷ রবীন্দ্রনাথ দেশকে নেতৃত্ব দিয়েছেন ৷ রাজনৈতিক না হলেও সেটা অনেক শক্তিশালী ৷ আমরা মাথা নোয়াব শুধু মানুষের কাছে ৷ আমরা ভাঙতে চাই না ৷ আমরা গড়তে চাই ৷’’

আরও পড়ুন:নির্বাচনে জন্য নয়, রবীন্দ্র আদর্শকে জীবনে ব্যবহার করতে অমিত শাহকে পরামর্শ ফিরহাদের

Last Updated : May 9, 2023, 5:18 PM IST

ABOUT THE AUTHOR

...view details