পশ্চিমবঙ্গ

west bengal

By

Published : Jul 8, 2023, 10:35 PM IST

ETV Bharat / state

Panchayat Elections 2023: 'হিংসায় নিহত বেশিরভাগই তৃণমূল কর্মী, তাহলে আমাদের দিকে আঙুল কেন?' প্রশ্ন কুণালের

" পঞ্চায়েত ভোটের হিংসায় নিহতের বেশিরভাগই তৃণমূল কংগ্রেস কর্মী, তৃণমূলই কি তৃণমূলকে মারবে ?", প্রশ্ন কুণাল ঘোষের ৷ 7 থেকে 8 টি বুথে অশান্তি, বাকি বুথে কোনও হিংসার ঘটনা নেই বলেও যুক্তি কুণালের ৷

Etv Bharat
Etv Bharat

কলকাতা, 8 জুলাই:'61 হাজারেরর বেশি বুথে নির্বাচন, অশান্তির ঘটনা মাত্র 7 থেকে 8 টি বুথে', পঞ্চায়েত ভোটের বাংলায় যখন মৃত্যুমিছিল, তখন এই বক্তব্য শোনা গেল তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের মুখে ৷ ভোট শেষ ৷ এখনও পর্যন্ত বাংলায় ভোটের বলি 18 ৷ জেলায় জেলায় মৃত্যু, ব্যালট বাক্স লুঠের মত ঘটল একাধিক হিংসাত্মক ঘটনা ৷ তারপর রাজ্যে শাসক দলের মুখপাত্র মুখে শোনা গেল রক্ত ঝরেছে কম, হাতে গোনা কয়েকটি বুথেই ৷ সাংবাদিক বৈঠকে কুণালের সঙ্গে ছিলেন রাজ্যের দুই মন্ত্রী ব্রাত্য বসু ও শশী পাঁজা ৷ তাঁরাও কুণালের তালে তাল মিলিয়েই জানান, রক্তাক্ত নির্বাচন কাম্য নয় ৷ কিন্তু নিহতের মধ্যে বেশিরভাগই যে তৃণমূল কংগ্রেসের, সেই বিষয়টিকে গুরুত্ব সহকারে দেখা হচ্ছে না ৷

কুণাল ঘোষ বলেন, "ভোট ঘোষণার পর থেকে যে মৃত্যুর ঘটনা ঘটেছে ,তার বেশিরভাগই ছিল তৃণমূল কংগ্রেসের। বলা হচ্ছে তৃণমূল কংগ্রেস সন্ত্রাস ছড়াচ্ছে। তৃণমূল কি সন্ত্রাস করলে তৃণমূলকেই মারবে? শাসকের কেউ মারা গেলে আপনারা বলছেন গোষ্ঠীদ্বন্দ্ব, বিরোধীদের কেউ মারা গেলে বলা হচ্ছে দায়ী তৃণমূল, এমনটা কেন?" কুণাল ঘোষের প্রশ্ন, আদালতের নির্দেশে বুথে কেন্দ্রীয় বাহিনী ঘুরছে, এদিকে সন্ত্রাস হলে তার দায় রাজ্য সরকারকে নিতে হবে ? তাঁর দাবি, পরিকল্পিতভাবে বিজেপি, কংগ্রেস, সিপিএম এবং আইএসএফ হিংসা ছড়িয়েছে ৷ তারা নির্দিষ্ট কয়েকটি পকেটে সন্ত্রাস করেছে।

আরও পড়ুন: সমাপতন! জনকের জন্মদিনেই দশম পঞ্চায়েত নির্বাচন দেখল রাজ্য

রাজ্যপালকেও এদিন হিংসার ঘটনায় নিশানা করলেন কুণাল ৷ তিনি বলেন, "রাজ্যপালও বাংলার ভোট ঘিরে উস্কানিমূলক মন্তব্য করেছেন ৷ সেই কারণেও অশান্তি হয়েছে ৷ বাংলাকে কলুষিত করার চেষ্টায় তিনি ৷ " তৃণমূল কংগ্রেসের যুক্তি ঘিরে সমালোচনায় বিজেপি-সহ অন্যান্য বিরোধী দলগুলি ৷ পঞ্চায়েত ভোটের দিনই বাংলায় মৃত্যু মিছিলের দায় তাহলে ঠিক কে নেবে ? রাজ্য নির্বাচন কমিশনই বা কী যুক্তি সামনে রাখবে সেই প্রশ্নও ক্রমশ বড় হয়ে উঠছে ৷ এদিকে কুণাল ঘোষের মন্তব্যকে 'দায় এড়ানোর কৌশল' বলেই কটাক্ষ বিরোধীদের ৷

ABOUT THE AUTHOR

...view details