পশ্চিমবঙ্গ

west bengal

By

Published : Oct 1, 2019, 4:44 PM IST

Updated : Oct 1, 2019, 8:44 PM IST

ETV Bharat / state

অনুপ্রবেশকারীদের তাড়াব, কোনও শরণার্থীকে যেতে হবে না : অমিত শাহ

নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের অনুষ্ঠানে NRC নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করলেন BJP-র সর্বভারতীয় সভাপতি অমিত শাহ ৷

ছবি

কলকাতা, 1 অক্টোবর : জাতীয় নাগরিক পঞ্জি ইশুতে মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করলেন BJP-র সর্বভারতীয় সভাপতি অমিত শাহ ৷ বলেন, NRC নিয়ে মানুষজনকে বিভ্রান্ত করা হচ্ছে ৷ দিদি বলছেন, NRC হতে দেবেন না ৷ আমি আপনাদের প্রতিশ্রুতি দিচ্ছি কোনও অনুপ্রবেশকারীকে দেশে থাকতে দেব না । প্রত্যেককে দেশের বাইরে যাওয়ার দরজা দেখাব ৷ তবে, একজন শরণার্থীকেও এখান থেকে যেতে হবে না ৷ এটি BJP-র প্রতিশ্রুতি ৷ "

মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক অবস্থানকেও কটাক্ষ করেন অমিত শাহ ৷ বলেন, "তখন CPI(M) ক্ষমতায় ছিল ৷ বিরোধী দলনেত্রী হিসেবে মমতা অনুপ্রবেশকারীদের দেশ থেকে তাড়ানোর কথা বলতেন ৷ এই একই লোকজনকের বিরুদ্ধে কথা বলতেন তিনি ৷ আজ যখন তিনি ক্ষমতায় রয়েছেন ৷ আর এই মানুষরাই দিদিকে ভোট দিচ্ছে ৷ তাই তিনি এদের রাজ্যে রাখতে চাইছেন৷"

ভিডিয়োয় শুনুন অমিত শাহর বক্তব্য

কয়েকদিন আগেই অসমের NRC ইশু নিয়ে সরব হয়েছিলেন মমতা ৷ 19 সেপ্টেম্বর অমিত শাহর সঙ্গে বৈঠক করেছিলেন ৷ বৈঠক থেকে বেরিয়ে মমতা বলেছিলেন, "NRC নিয়ে কথা হয়েছে ৷ অসমে 19 লাখ মানুষের নাম বাদ গেছে ৷ তাদের মধ্যে বাঙালি, গোর্খাবাসীরাও রয়েছে ৷ যারা প্রকৃত ভোটার তাদের আবার সুযোগ দেওয়ার কথা বলেছি ৷ তারা কোথায় যাবে, কী করবে ? তারা যে ভারতীয় তা যেন অনুভব করতে পারে ৷ এনিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীকে একটি চিঠিও দিয়েছি ৷"
তারপর পশ্চিমবঙ্গে NRC নিয়ে বলেন, "এবিষয়ে কোনও কথা হয়নি ৷ আমি তো আগেই বলেছিলাম যে আমাদের রাজ্যে NRC-র কোনও প্রয়োজনীয়তা নেই ৷ বিহারে নীতীশ কুমারও একই কথা বলেছেন ৷ উনি (অমিত শাহ) সব শুনেছেন ৷" আজ সেই NRC ইশুতেই আবার মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করলেন অমিত শাহ ৷

আজকের সভায় শরনার্থীদের আশ্বস্ত করে অমিত শাহ বলেন, "হিন্দু, শিখ, খ্রিস্টান, বৌদ্ধধর্মালম্বী সকল শরনার্থীদের বলতে চাই আপনাদের দেশ থেকে বের করে দেওয়া হবে না ৷ কেন্দ্রও আপনাদের এবিষয়ে জোর করবে না ৷ গুজবে কান দেবেন না ৷ NRC-র পূর্বে আমরা নাগরিক সংশোধনী বিল আনব ৷ যা এই সকলকে মানুষজনকে ভারতীয় নাগরিকত্ব পেতে সাহায্য করবে ৷"

আজ কলকাতায় পুজো উদ্বোধন করতে এসেছেন অমিত শাহ ৷ পাশাপাশি যোগ দেন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের অনুষ্ঠানে ৷ আজকের অনুষ্ঠানেই যোগ দিলেন সব্যসাচী দত্ত ৷

Last Updated : Oct 1, 2019, 8:44 PM IST

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details