পশ্চিমবঙ্গ

west bengal

By

Published : Apr 8, 2021, 6:26 PM IST

ETV Bharat / state

নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন সূর্য

বিজেপি এবং তৃণমূল কংগ্রেসকে রোখার জন্য বিকল্প শক্তি যে তাঁরাই তা ফের মনে করিয়ে দিলেন সূর্যকান্ত মিশ্র ৷

West Bengal Assembly Election 2021
ছবি

কলকাতা, 8 এপ্রিল : ম্যাজিক ফিগার স্পর্শ করতে না পারলে তৃণমূল কংগ্রেস এবং বিজেপি একজোট হয়ে সরকার গঠনের চেষ্টা করবে। তাই সংযুক্ত মোর্চার লক্ষ্য যত বেশি সংখ্যক আসন জিতে সেই সম্ভাবনায় সমূলে আঘাত করা । নিজেদের অবস্থান স্পষ্ট করলেন সিপিএম রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র ।

তিন দফার ভোট শেষ । তৃণমূল কংগ্রেস এবং বিজেপি আসন সংখ্যা নিয়ে পূর্বাভাস করে চলেছে। সংযুক্ত মোর্চা সেই পূর্বাভাসে যোগ দিতে রাজি নয় । সূর্যকান্ত মিশ্র বলছেন তাঁরা এখনও বলার বা মূল্যায়নের জায়গায় আসেননি । তবে বিজেপি এবং তৃণমূল কংগ্রেসকে রোখার জন্য বিকল্প শক্তি যে তাঁরাই তা ফের মনে করিয়ে দিয়েছেন ।

আরও পড়ুন : সিদ্দিকির মন্তব্য সাম্প্রদায়িক নয় :সূর্য

পাশাপাশি তিনি আরও বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে বিজেপিকে রোখার ক্ষমতা নেই । নন্দীগ্রামে তাঁর বিধ্বস্ত অসহায় ছবি সামনে ইতিমধ্যে সামনে এসেছে বলে কটাক্ষ মিশ্রর । তবে চলতি নির্বাচনে রাজ্য নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে তাঁরা খুশি নয়, তা জানিয়েছেন । বেশ কয়েকটি ঘটনায় নির্বাচন কমিশনের ভূমিকায় ছাড় পেয়েছে তৃণমুল এবং বিজেপি । ইভিএম নিয়ে কারচুপির ঘটনাও প্রকাশ্যে আসছে, বলে সমালোচনা সূর্যকান্ত মিশ্রর।

ABOUT THE AUTHOR

...view details