পশ্চিমবঙ্গ

west bengal

By

Published : Nov 20, 2020, 1:40 PM IST

ETV Bharat / state

কালীমূর্তি ভাঙাকে কেন্দ্র করে উত্তেজনা, যুবককে গণধোলাই

জলপাইগুড়ির রাজগঞ্জে কালী মূর্তি ভাঙাকে কেন্দ্র করে উত্তেজনা ৷ পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ৷

ছবি
ছবি

জলপাইগুড়ি, 20 নভেম্বর : কালী মূর্তি ভাঙাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল জলপাইগুড়ি জেলার রাজগঞ্জের বেলাকোবায় । ঘটনায় আটক এক ব্যক্তি । অতিরিক্ত পুলিশ সুপারের নেতৃত্বে এলাকায় পুলিশ বাহিনী পৌঁছেছে ৷

অভিযোগ, গতকাল সন্ধেয় রাজগঞ্জ থানার অন্তর্ভুক্ত বেলাকোবা এলাকায় BJP-র উত্তর মণ্ডলের সহ সভাপতি তপন রায়ের বাড়ির মন্দিরের কালীমূর্তি ভেঙে পালানোর চেষ্টা করছিল এক দুষ্কৃতী। পালানোর সময় স্থানীয়রা তাকে ধরে ফেলে এবং গণধোলাই দেয় ৷ এরপর তারা পুলিশের হাতে অভিযুক্তকে তুলে দেয়। ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন BJP-র নেতা-কর্মীরা । রাজগঞ্জের OC প্রবীর দত্ত, বেলাকোবা আউট পোস্টের OC সুব্রত সরকার, অতিরিক্ত পুলিশ সুপার সন্দীপ মণ্ডল র‍্যাফসহ পুলিশ বাহিনী নিয়ে ঘটনাস্থানে যান ৷

তপন রায় বলেন, " আমার বাড়ির কালীমন্দিরের প্রতিমা ভেঙে অলংকার নিয়ে পালানোর সময় ধরা পড়ে যায় ওই যুবক । এরপর গণপিটুনি দেওয়া হয় তাকে ৷ তখন সে স্বীকার করে মন্দিরে ঢুকেছিল । আমরা পুলিশে খবর দিই । পুলিশের কাছে এলাকার মন্দিরগুলির নিরাপত্তার দাবি জানিয়েছি । কারণ, দু'দিন আগেও আমার বাড়ির পাশে একটি মন্দিরের বিগ্রহ ভাঙা হয়েছিল । এমন চলতে থাকলে ভয়ানক পরিস্থিতি হবে । এলাকার শান্তি-শৃঙ্খলা নষ্ট হয়ে যাবে ৷ "

ABOUT THE AUTHOR

...view details