পশ্চিমবঙ্গ

west bengal

By ETV Bharat Bangla Team

Published : Nov 29, 2023, 10:34 AM IST

ETV Bharat / state

ধর্মতলায় 'শাহী' সভা, জলপথ ও রেলপথে মহানগরে বিজেপি কর্মী-সমর্থকরা

Amit Shah Meeting: রাজ্য সরকারের একাধিক দুর্নীতির বিরুদ্ধে বঙ্গ বিজেপি বুধবার প্রতিবাদ সভার আয়োজন করেছে ধর্মতলার ভিক্টোরিয়া হাউজের সামনে ৷ সভার মূল বক্তা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷ সভামঞ্চ কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে ৷

Amit Shah Meeting
'শাহী সভায়' যোগ দিতে রওনা বিজেপি সমর্থকদের

শাহী সভায় যোগ দিতে জলপথ ও রেলপথে আসছে বিজেপি কর্মী সমর্থকরা

কাকদ্বীপ ও আসানসোল: পাখির চোখ চব্বিশের লোকসভা নির্বাচন। তার আগে শক্তি প্রদর্শনে মরিয়া বঙ্গ বিজেপি । বুধবার তাই রাজ্য সরকারের একাধিক দুর্নীতির বিরুদ্ধে একটি প্রতিবাদ সভার আয়োজন করা হয়েছে ধর্মতলার ভিক্টোরিয়া হাউজের সামনে ৷ সেই সভায় যোগ দিতে শহরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আর 'শাহী সভায়' যোগ দিতে সকাল থেকে দক্ষিণ 24 পরগনা ও পশ্চিম বর্ধমান থেকে জলপথ ও রেলপথে কলকাতার পথে বিজেপি কর্মী-সমর্থকরা ৷

ইতিমধ্যেই, দক্ষিণ 24 পরগনা জেলার বিভিন্ন প্রান্ত থেকে বিজেপি কর্মী-সমর্থকেরা কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়েছে । প্রায় কয়েকশো বিজেপি কর্মী সমর্থক অমিত শাহ, সভায় যোগ দিতে গঙ্গাসাগর থেকে নদীপথে কলকাতার উদ্দেশ্যে পাড়ি দিয়েছেন । শীতকে উপেক্ষা করেই বিজেপি সমর্থকরা ভিড় জমাতে শুরু করেছেন কেন্দ্রীয় সরকারের ডাকা প্রতিবাদ সভায় ৷ মথুরাপুর সাংগঠনিক জেলার সম্পাদক কৌশিক দাস বলেন, "বর্তমানে তৃণমূল সরকারের দুর্নীতির প্রতিবাদে আজ কলকাতার ভিক্টোরিয়া হাউজের সামনে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর অমিত শাহের সভা রয়েছে । এই সভায় যোগ দিতে উপস্থিত হয়েছেন হাজার হাজার বিজেপি কর্মী-সমর্থকরা । রাজ্য সরকারের লাগামহীন দুর্নীতির ফলে সাধারণ মানুষ বঞ্চিত হচ্ছে । সেই নিপীড়িত বঞ্চিত মানুষদের জন্য বিজেপি লড়ছে । আগামিদিনে মানুষের পাশে থাকবে বিজেপি ।"

পাশাপাশি আসানসোল থেকেও বিজেপি সমর্থকদের একটি দল বিশেষ ট্রেনে রওনা দিয়েছেন এই সভায় যোগ দিতে ৷ আসানসোল থেকে কোলফিল্ড এবং ইন্টারসিটি এক্সপ্রেসেও প্রচুর বিজেপি কর্মী-সমর্থকরা হাওড়ার উদ্দেশ্যে রওনা হয়েছে। উদ্দেশ্য ধর্মতলায় প্রতিবাদ সভায় যোগদান। বুধবার কাকভোর থেকেই দলে দলে বিজেপি কর্মীরা আসানসোল স্টেশনে এসে জমায়েত করে। চলে স্লোগান। এমনকী ট্রেনের ইঞ্জিনের সামনে ব্যানার বেঁধেও স্লোগান দিতে শুরু করে বিজেপি কর্মী-সমর্থকরা। আসানসোল সাংগঠনিক জেলার সভাপতি বাপ্পা চট্টোপাধ্যায় বলেন "চোর তৃণমূল সরকারকে হঠাতেই সারা বাংলা থেকে দলে দলে বিজেপি কর্মী সমর্থকরা আজ অমিত শাহের সভায় যোগ দেবে । একটি ঐতিহাসিক সভা হবে এটি।"

আরও পড়ুন:

  1. 'শাহী' সভামুখী গেরুয়া শিবির, অবরুদ্ধ রাস্তা চিহ্নিত করল লালবাজার
  2. বিধানসভা শূন্য রেখেই শাহী-সভায় বিজেপি বিধায়করা
  3. অমিত শাহের সভার নিরাপত্তায় প্রস্তুত লালবাজার

ABOUT THE AUTHOR

...view details