পশ্চিমবঙ্গ

west bengal

By

Published : Mar 6, 2020, 12:16 PM IST

ETV Bharat / state

বদলির নির্দেশের পরই নিখোঁজ গ্রুপ D-এর কর্মী

উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের গ্রুপ- D-এর এক কর্মী নিখোঁজ৷ বুধবার রাত থেকে বিজন দে নামে ওই কর্মীকে খুঁজে পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ৷ তাঁকে রাজনৈতিক ও অন্যায়ভাবে বদলির নির্দেশ দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন বিশ্ববিদ্যালয়ের কর্মচারী যৌথ মঞ্চের সভাপতি দেবাশিস দাস ৷

university _chaos
উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের গ্রুপ- D-এর এক কর্মী নিখোঁজ

কোচবিহার, 6 মার্চ : বদলির নির্দেশ আসার পরই নিখোঁজ গ্রুপ-D-র এক কর্মী৷ কোচবিহারের উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের ঘটনা ৷ বুধবার রাত থেকে নিখোঁজ বিজন দে নামে বিশ্ববিদ্যালয়ের ওই কর্মী৷ জানা গেছে, গত কয়েক মাস ধরেই বিভিন্ন অভিযোগে উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে আন্দোলন করে আসছে BJP প্রভাবিত কর্মচারীদের সংগঠন৷ সম্প্রতি এক আন্দোলন কর্মসূচীর পর ওই সংগঠনের নেতা বিজন দে-কে কালিপংয়ে বদলি করা হয়৷ প্রতিবাদে গত কয়েকদিন ধরেই কৃষি বিশ্ববিদ্যালয় কর্মচারী যৌথ মঞ্চ আন্দোলন শুরু করে৷

বুধবার সেই বদলির নির্দেশ প্রত্যাহার করা হবে বলে জানানো হয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তরফে৷ আশ্বাস দিলেও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সেই নির্দেশ প্রত্যাহার করে নি বলে অভিযোগ করেন তাঁরা৷ এরপর থেকেই বিজন দে-কে খুঁজে পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ ওঠে৷ কর্মচারী যৌথ মঞ্চের সভাপতি দেবাশীষ দাস জানান, "বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ স্বৈরাচারী মনোভাব এবং রাজনৈতিক কারণে অন্যায় ভাবে বিজনকে বদলির নির্দেশ দেয়৷"

বদলির নির্দেশের পরই নিখোঁজ গ্রুপ D-এর কর্মী

এবিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তরফে কোনওরকম প্রতিক্রিয়া পাওয়া যায় নি৷ অপরদিকে তৃণমূল নেতা আবদুল জলিল আহমেদ জানান, "রাজনৈতিক উদ্দেশ্যে নয়, নিয়ম মেনেই গ্রুপ-D কর্মীকে বদলি করা হয়েছে৷ এর আগেও ওই কর্মীর বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের ঘরে ঢুকে ভাঙচুরের অভিযোগ ওঠে৷"

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details