পশ্চিমবঙ্গ

west bengal

By

Published : Nov 21, 2019, 3:00 PM IST

ETV Bharat / state

চ্যাংরাবান্ধায় তোলাবাজির অভিযোগ নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক ব্লক প্রশাসনের

কোচবিহারের বাণিজ্য কেন্দ্র চ্যাংরাবান্ধায় তোলাবাজির অভিযোগ । ট্রাক-মালিক সমিতির বিরুদ্ধে অভিযোগ তৃণমূলের ৷ উচ্চ পর্যায়ের বৈঠক ব্লক প্রশাসনের ৷

উচ্চ পর্যায়ের বৈঠক ব্লক প্রশাসনের

কোচবিহার, 21 নভেম্বর : কোচবিহারের চ্যাংরাবান্ধায় বাণিজ্য কেন্দ্রে ট্রাক পার্কিং এবং বাংলাদেশের পণ্যবাহী ট্রাক প্রবেশের অনুমোদনের নাম করে তোলাবাজির অভিযোগ উঠল ট্রাক মালিক সমিতির বিরুদ্ধে ৷ অভিযোগ এনেছে মেখলিগঞ্জের তৃণমূল নেতৃত্ব ৷ এই ইশুতে ইতিমধ্যেই সার্ক রোডে ট্রাক পার্কিং আটকে রাস্তা অবরোধ করে বিক্ষোভও দেখায় তৃণমূল কংগ্রেস ৷ বিক্ষোভের জেরে নড়েচড়ে বসে কোচবিহার জেলা প্রশাসন ৷


গতকাল, মেখলিগঞ্জ ব্লক প্রশাসন একটি উচ্চপর্যায়ের বৈঠক ডাকেন ৷ দীর্ঘ তিন ঘণ্টার বৈঠক হয় । যেখানে মূল বিষয় ছিল তোলাবাজি এবং সিন্ডিকেট সমস্যা ৷ বৈঠকে উপস্থিত ছিলেন মেখলিগঞ্জ ব্লকের প্রশাসনিক কর্তাব্যক্তিরা, পুলিশ আধিকারিক, বাণিজ্যকেন্দ্রের ব্যবসায়ী, অভিযুক্ত ট্রাক মালিক সমিতির সদস্য সহ অনেকেই ৷

তোলাবাজির অভিযোগ নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক
তৃণমূল কংগ্রেসের ব্লক কনভেনর উদয় রায়ের অভিযোগ, "অবৈধভাবে তোলাবাজি ও সিন্ডিকেটরাজ চালিয়ে যাচ্ছে বাণিজ্য কেন্দ্রের ট্রাক মালিক সমিতি ৷ লাখ লাখ টাকা তুলছে অবৈধভাবে ৷ অন্যদিকে, ট্রাক মালিক সমিতির সভাপতি আবদুল সামেত এই অভিযোগ মিথ্যা বলে উড়িয়ে দেন ৷ তিনি জানান, তাঁদের বিরুদ্ধে ওঠা অভিযোগ ভিত্তিহীন ৷ একইভাবে অভিযোগ অস্বীকার করেছেন বাণিজ্য কেন্দ্রের সঙ্গে যুক্ত ডুয়ার্স ইউনাউটেড ট্রাক ওনার্সের সম্পাদক উৎপল কুমার রায় ৷ এই বিষয়ে মেখলিগঞ্জের BDO সাঙ্গে ইউডেন ভুটিয়া বলেন, "সব পক্ষকে নিয়ে বৈঠক হয়েছে, তোলাবাজি এবং সিন্ডিকেট সমস্যা নিয়েই বৈঠক হয়েছে । পুরো বিষয়টাই খতিয়ে দেখা হবে ৷"

ABOUT THE AUTHOR

...view details