পশ্চিমবঙ্গ

west bengal

By

Published : Jul 17, 2021, 7:32 PM IST

ETV Bharat / sports

Tokyo Olympics : সোমবার থেকেই ট্রেনিং শুরু ভারতীয় শুটারদের

উত্তর-পশ্চিম টোকিয়োর সাইতামা প্রিফেকচারে আসাকা শ্যুটিং রেঞ্জে অলিম্পিকসের শ্যুটিং ইভেন্ট অনুষ্ঠিত হবে ৷ 1964 সালের অলিম্পিকসেও এই একই জায়গায় শ্যুটিং ইভেন্ট হয়েছিল ৷

সোমবার থেকেই ট্রেনিং শুরু করতে পারবে ভারতীয় শ্যুটাররা
সোমবার থেকেই ট্রেনিং শুরু করতে পারবে ভারতীয় শ্যুটাররা

নয়াদিল্লি, 17 জুলাই : টোকিয়ো অলিম্পিকসে ভারতীয় শ্যুটারদের কোয়ারান্টিনে থাকার প্রয়োজন নেই ৷ 19 জুলাই থেকেই ট্রেনিং শুরু করতে পারবেন ভারতীয় শুটাররা ৷ ইতিমধ্যে গেমস ভিলেজে নিজেদের ঘরও পেয়ে গিয়েছেন সবাই ৷ শনিবারই টোকিয়ো পৌঁছেছে ভারতীয় দল ৷

উত্তর-পশ্চিম টোকিয়োর সাইতামা প্রিফেকচারে আসাকা শ্যুটিং রেঞ্জে অলিম্পিকসের শ্যুটিং ইভেন্ট অনুষ্ঠিত হবে ৷ 1964 সালের অলিম্পিকসেও এই একই জায়গায় শ্যুটিং ইভেন্ট হয়েছিল ৷

ভারতের জাতীয় রাইফেল অ্যাসোসিয়েশনের সচিব রাজীব ভাটিয়া সংবাদ সংস্থা পিটিআইকে বলেন, ‘‘অ্যাথলিটরা গেমস ভিলিজে নিজেদের রুমে চলে গিয়েছেন ৷ তাঁরা 19 জুলাই থেকে ট্রেনিং শুরু করতে পারবেন ৷ যেহেতু তাঁরা ক্রোয়েশিয়া থেকে এসেছেন তাই তাঁদের কোয়ারান্টিনে থাকতে হবে না ৷’’

তিনি আরও বলেন, ‘‘ইউরোপ থেকে আসার দীর্ঘ বিমান যাত্রার ধকল আছে ৷ তাই পর্যাপ্ত বিশ্রাম নেওয়ার পরই শুটাররা ট্রেনিং শুরু করবেন ৷ আগামিকাল তাঁরা শ্যুটিং রেঞ্জে আসতে পারবেন ৷’’

আরও পড়ুন : Tokyo Olympics : টোকিয়ো অলিম্পিকসে পদক জয়ে বক্সিংয়ের ‘নবরত্ন’-এর দিকে তাকিয়ে ভারত

আগামী 23 জুলাই থেকে 8 অগস্ট পর্যন্ত চলবে টোকিয়ো অলিম্পিকস ৷ শ্যুটিং ইভেন্ট শুরু হবে 24 জুলাই থেকে ৷ চলবে আরও 10 দিন ৷

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details