পশ্চিমবঙ্গ

west bengal

By

Published : Feb 7, 2020, 6:29 PM IST

Updated : Feb 7, 2020, 6:41 PM IST

ETV Bharat / sports

ত্রাতা শাহবাজ, রাজস্থানের বিরুদ্ধে 2 উইকেটে জয় বাংলার

অলরাউন্ড পারফরম্যান্সে চমকে দিচ্ছেন শাহবাজ আহমেদ ৷ শুক্রবার রাজস্থানের বিরুদ্ধে রণজি ম্যাচে প্রয়োজনের সময় জ্বলে উঠল তাঁর ব্যাট ৷ 61 রানের ইনিংস খেলে বাংলাকে জেতালেন ৷ 2 উইকেটে জিতল বাংলা ৷

bengal
জয়ের পর বাংলা দল

জয়পুর, 7 ফেব্রুয়ারি : কখনও হ্যাটট্রিক গড়ে ইতিহাস তৈরি করছেন ৷ কখনও বা ব্যাট হাতে দলকে জয় এনে দিচ্ছেন ৷ চলতি রণজি ট্রফিতে বাংলার হয়ে প্রতিটি ম্যাচেই অবদান রাখছেন শাহবাজ আহমেদ ৷ রাজস্থানের বিরুদ্ধে ম্যাচের শেষদিনও উজ্জ্বল তিনি ৷ বাঁ হাতি শাহবাজের অপরাজিত 61 রানই বাংলাকে গুরুত্বপূর্ণ ছয় পয়েন্ট এনে দিয়েছে ৷ দুই উইকেটে ম্যাচ জিতে নিয়েছেন মনোজরা ৷ ম্যাচের সেরাও হয়েছেন বাংলার এই অলরাউন্ডার ৷

শুক্রবার জয়পুরের সোয়াই মান সিং স্টেডিয়ামে জয়ের জন্য 135 রানের প্রয়োজন ছিল বাংলার ৷ আগের দিনের অপরাজিত থাকা অনুষ্টুপ মজুমদার এবং শ্রীবৎস গোস্বামীর মধ্যে কেউই বেশিক্ষণ টিকতে পারেননি ৷ শ্রীবৎস ফেরেন 21 রানে ৷ অনুষ্টুপ 35 রান করে আউট হন ৷ সেখান থেকে দলের হাল ধরেন শাহবাজ ৷ অর্ণব নন্দীর 20, আকাশদীপের 22 এবং মুকেশ কুমারের 9 রান শাহবাজের লড়াইকে যোগ্য সঙ্গত করেছে । শেষপর্যন্ত উইকেটে পড়ে থেকে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন শাহবাজ ৷ চারটি বাউন্ডারি এবং দুটি ছয়ের সাহায্যে 61 রানের ইনিংস খেলে যান ৷ রাজস্থানের বিরুদ্ধে দুই ইনিংস মিলিয়ে দুটি উইকেটও নিয়েছেন শাহবাজ ৷

বাংলাকে জেতানোর পথে শাহবাজ আহমেদ

এই জয়ের পর কোচ অরুণ লাল বলেছেন, " কঠিন সময়ে জ্বলে ওঠার জন্য কোনও প্রশংসাই যথেষ্ট নয় । প্রতিটি ক্রিকেটার তাদের সেরাটা দিয়েছে । শাহবাজ যখনই সুযোগ পেয়েছে তখনই বল ও ব্যাট হাতে নিজেকে প্রমাণ করেছে । হ্যাটট্রিক, প্রয়োজনীয় সময়ে রান করে দলের বোলিং অলরাউন্ডারের অভাব ঢাকছে শাহবাজ ।" অভিমন্যু ঈশ্বরণের দলকে শেষ ম্যাচে পঞ্জাবের বিরুদ্ধে খেলতে হবে । তাই জয় ছাড়া অন্য কিছুই ভাবছেন না কোচ অরুণ লাল ৷

ম্য়াচের নায়ক শাহবাজ

গোলাপি শহরে এই দুরন্ত জয়ে এলিট ফাইভে জায়গা পাওয়া অনেকটাই নিশ্চিত করে ফেলল বাংলা । বর্তমানে পয়েন্ট টেবিলের যা অবস্থা তাতে শেষ ম্যাচ থেকে অন্তত এক পয়েন্ট পেতে হবে বাংলাকে । সাতটি ম্যাচ খেলার পর প্রথম পাঁচে জায়গা পাওয়ার দৌড়ে বাকি দলগুলোর অবস্থা অনেকটা এরকম--
* গুজরাট 29 পয়েন্ট নিয়ে সবার উপরে ।
* অন্ধ্রপ্রদেশ রয়েছে 27 পয়েন্টে ।
* বাংলার ঝুলিতে এখন 26 পয়েন্ট ।
* সৌরাষ্ট্র ,কর্ণাটক,পঞ্জাবের পয়েন্ট যথাক্রমে 25, 25 এবং 24 ।

Last Updated : Feb 7, 2020, 6:41 PM IST

ABOUT THE AUTHOR

...view details