পশ্চিমবঙ্গ

west bengal

By

Published : Sep 1, 2019, 6:09 AM IST

Updated : Sep 1, 2019, 6:22 AM IST

ETV Bharat / sports

বুম বুম বুমরায় বিধ্বস্ত ক্যারিবিয়ানরা, টেস্টে তৃতীয় ভারতীয় হিসেবে হ্যাটট্রিকের নজির

দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে আগুন ঝরালেন জসপ্রীত বুমরা ৷ 9.1 ওভারে 16 রান দিয়ে তাঁর সংগ্রহ 6 উইকেট ৷

বুমরা

জামাইকা, 1 সেপ্টেম্বর : সাদা বল হাতে ততদিনে তাঁর দাপট দেখেছে সবাই ৷ 2018-য় লাল বল হাতে তাঁকে দেখতে চান কোচ ও অধিনায়ক দু'জনেই ৷ ঢুকে পড়েন টেস্ট দলে ৷ আফ্রিকার সবুজ পিচে চার উইকেট নিয়ে লাল বল হাতে শুরু হয় তাঁর দৌড় ৷ পাঁচদিনের ক্রিকেটেও শুরু হয় বুমরা ম্যাজিক ৷ তাঁর বোলিংয়ের কাছে গত প্রায় দু'বছরে অসহায় আত্মসমর্পণ করেছেন অনেকেই ৷ এবার সেই একই ছবি ধরা পড়ল ক্যারিবিয়ান পিচেও ৷ সঙ্গে তৃতীয় ভারতীয় হিসেবে করলেন হ্যাটট্রিক ৷

প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে যেখান থেকে শেষ করেছিলেন, দ্বিতীয় টেস্টে সেখান থেকেই যেন শুরু করলেন বুমরা ৷ নিজের তৃতীয় ওভারেই আউট করলেন জন ক্যাম্পবেলকে ৷ সেটা যেন ছিল ঝড়ের পূর্বাভাস ৷ পরের ওভারের দ্বিতীয় বলে আউট করলেন ড্যারেন ব্র্যাভোকে ৷ আনপ্লেয়েবল বলটা পেয়ে ব্র্যাভো দাঁড়িয়ে দেখলেন, বল কীভাবে তাঁর ব্যাটে ছুঁয়ে দ্বিতীয় স্লিপে রাহুলের হাতে জমা পড়ল ৷ পরের বলে সামরাহ ব্রুকসকে শুধুমাত্র গতিতে পরাস্ত করলেন বুমরা ৷ হ্যাটট্রিক বলটা যেন স্বপ্নের ছিল ৷ ইনসুইঙ্গার ও গতির কাছে বশ্যতা স্বীকার করলেন রস্টন চেজ় ৷ তাঁর সামনের প্যাডে লাগে বল ৷ প্রাথমিকভাবে আউট দেননি আম্পায়ার ৷ রিভিউ নেওয়ার পক্ষপাতী ছিলেন না খোদ বুমরাও ৷ কিন্তু, বোলারের বিপক্ষে গিয়ে রিভিউ নিলেন অধিনায়ক বিরাট কোহলি ৷ তাঁর সিদ্ধান্তটা ভুল ছিল না ৷ হ্যাটট্রিক করলেন বুমরা ৷ তৃতীয় ভারতীয় বোলার হিসেবে টেস্টে হ্যাটট্রিকের নজির গড়লেন ৷ তখন তাঁর বোলিং ফিগার ছিল 3.4 বলে তিন রান দিয়ে চার উইকেট ৷

টিমমেটদের শুভেচ্ছায় ভাসলেন বুমরা

এখানেই শেষ নয় ৷ ক্রেগ ব্রেথওয়েটকে ড্রাইভ করার আমন্ত্রণ জানিয়ে ফাঁদ পাতেন বুমরা ৷ আজ যেন কিছু ভুল হওয়ার ছিল না ৷ সবকিছু নিয়ন্ত্রণ করছিলেন তিনিই ৷ ফাঁদে পা দিলেন ব্রেথওয়েট ৷ ঋষভ পন্থের হাতে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফেরেন ৷ মাত্র 29 বলে তখন বুমরার শিকারের সংখ্যা পাঁচ ৷ পরের ওভারে প্রথম বল করার পর কিছুটা খোঁড়াচ্ছিলেন তিনি ৷ বাঁ পা ধরে মাঠ থেকে বেরিয়ে গেলেন ৷ তখন একটা আশঙ্কার মেঘ তৈরি হয়েছিল বুমরার চোট নিয়ে ৷ পরে অবশ্য মাঠে ফেরেন ৷ আর প্রথম বলেই প্যাভিলিয়নে ফেরত পাঠান ক্যারিবিয়ান অধিনায়ক জেসন হোল্ডারকে ৷ একটা সময় ভারতীয় ব্যাটসম্যানদের পরাস্ত করতে যে অস্ত্রকে কাজে লাগাতেন ক্যারিবিয়ানরা আজ তার সামনেই অসহায় আত্মসমর্পণ করলেন তাঁরা ৷ মার্শাল, হোল্ডিং, অ্যামব্রোজ়দের দেশে আগুন ঝরালেন বুমরা ৷ যা দেখে কমেন্ট্রি বক্সে বসে নিশ্চয় মুচকি হেসেছেন সুনীল গাভাসকার ৷

বুমরার পারফরমেন্সে উচ্ছ্বসিত অধিনায়ক কোহলি

তবে বুমরার নামের পাশে জুড়তে পারত আরও একটি উইকেট ৷ কিন্তু, কর্নওয়েলের ব্যাটে লেগে বল চেতেশ্বর পূজারা ও পন্থের মাঝখান দিয়ে বেরিয়ে যায় ৷ দিনের শেষে বুমরার বোলিং ফিগার- 9.1-3-16-6 ৷ যার সৌজন্যেই ভারতের 416 রানের জবাবে 87 রানে সাত উইকেট হারিয়ে ধুঁকছে ওয়েস্ট ইন্ডিজ় ৷ পিছিয়ে 329 রানে ৷ বিরাটরা গোটা তিনেক ক্যাচ না ফসকালে দ্বিতীয় দিনেই গুটিয়ে যেত ক্যারিবিয়ান ইনিংস ৷ ভারতের হয়ে আট ওভারে তিনটি মেডেন সহ 19 রান দিয়ে এক উইকেট পেয়েছেন মহম্মদ শামিও ৷

খুশি বুমরা নিজেও

এখনও পর্যন্ত 12টি টেস্ট খেলেছেন বুমরা ৷ সবকটিই দেশের বাইরে ৷ নামের পাশে রয়েছে 61 উইকেট ৷ যে ফর্মে বল করছেন তা ধরে রাখতে পারলে বুমরার নেতৃত্বে ভারতীয় বোলিং লাইন-আপ একদিন এক অন্য উচ্চতায় পৌঁছাবে বলেই মত ক্রিকেট বিশেষজ্ঞদের ৷

বুম বুম বুমরা
Last Updated : Sep 1, 2019, 6:22 AM IST

ABOUT THE AUTHOR

...view details