পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

মেন্টাল হেলথের উপর লেকচার সিরিজ় শুরু করলেন দীপিকা

বলিউড অভিনেত্রী কয়েকবছর আগে পর্যন্তও অবসাদে, হতাশায় ভুগেছেন । তাই অন্যদের কথা ভেবে নিজের ফাউন্ডেশনের তরফে মেন্টাল হেলথের উপর লেকচার সিরিজ় করলেন অভিনেত্রী । বিভিন্ন ধরনের মানুষ এসে তাঁদের জীবনের কথা শোনাবেন সকলের কাছে ।

দীপিকা

By

Published : Sep 16, 2019, 9:13 AM IST

মুম্বই : নিজে একসময় হতাশায় ভুগেছেন । অন্যদের ভালো থাকার জন্য মেন্টাল হেলথের উপর লেকচার সিরিজ় শুরু করলেন বলিউড অভিনেত্রী দীপিকা পাদুকোন ।

দীপিকা বলেন, "লিভ লাভ লাফ ফাউন্ডেশনের চার বছর হয়ে গেল এবং আজ আমরা আমাদের প্রথম লেকচার সিরিজ় শুরু করলাম । আমরা অনেক দূর এসেছি ।"

এই ইশুর সঙ্গে নিজের লড়াইয়ের কথা বলতে গিয়ে অভিনেত্রী বলেন, "আমার মনে হয়, এই আলোচনা এখন খোলামেলা হয়ে গেছে । চার বছর আগে যেভাবে মানসিক স্বাস্থ্য সম্পর্কে খারাপ ভাবা হত, এখন সেই জিনিসটা নেই । তবে অবশ্যই সচেতনতার দিক থেকে আমাদের অনেক পথ এখনও যেতে হবে । সে কারণেই আমাদের সত্যিই এই আলোচনা বাঁচিয়ে রাখা দরকার ।"

লিভ লাভ লাফ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা দীপিকা মেন্টাল হেলথ নিয়ে আলোচনা শুরুর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকার জন্য মিডিয়াকে ধন্যবাদ জানিয়েছেন । তিনি বলেন, "আমি মনে করি, মানসিক স্বাস্থ্য সম্পর্কিত আলোচনা নিয়ে উদ্বিগ্ন হওয়া উচিত । আমরা অনেক দূর এগিয়ে এসেছি । এবং মিডিয়ার এতে অনেক বড় ভূমিকা আছে । বিশেষ করে বিভিন্নভাবে এই আলোচনাকে প্রকাশ করতে, যেমন- ইন্টারভিউ, রাইট-আপস, আর্টিকল ।"

মানসিক স্বাস্থ্যের উপর লেকচার সিরিজ় নিয়ে নিজের বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, "এই লেকচার সিরিজ়ে বিশ্বের বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন পেশার মানুষকে আমন্ত্রণ জানানো হবে । সবচেয়ে গুরুত্বপূর্ণ, যারা মানসিক স্বাস্থ্য নিয়ে প্যাশেনেট, তাঁরা নিজেদের লাইফ জার্নি ও অভিজ্ঞতা নিয়ে আমাদের সঙ্গে কথা বলবেন ।"

ABOUT THE AUTHOR

...view details