পশ্চিমবঙ্গ

west bengal

By

Published : Aug 2, 2021, 12:13 PM IST

ETV Bharat / international

Taliban killed : আফগান বাহিনীর অভিযানে খতম 254 তালিবান, জখম 97

আফগানিস্তানে (Afghanistan) জাতীয় প্রতিরক্ষা ও নিরাপত্তা বাহিনীর (ANDSF) অভিযানে অন্তত 254 জন তালিবান (Taliban killed) মারা গিয়েছে ৷ আহত হয়েছে 97 জন ৷ প্রতিরক্ষা মন্ত্রক এ কথা জানিয়েছে ৷

254-taliban-killed and 97-injured-in-operations-conducted-by-afghan-forces
আফগান বাহিনীর অভিযানে খতম 254 তালিবান, জখম 97

কাবুল, 2 অগস্ট : আফগানিস্তানে (Afghanistan) জাতীয় প্রতিরক্ষা ও নিরাপত্তা বাহিনীর (ANDSF) অভিযানে অন্তত 254 জন তালিবানের (Taliban killed) মৃত্যু হল ৷ জখম হয়েছে 97 জন ৷ রবিবার সে দেশের প্রতিরক্ষা মন্ত্রকের তরফে এ কথা জানানো হয়েছে ৷

গজনী, কান্দাহার, হেরাট, ফারাহ, বালখ, জোওজান, সামানগান, হেলমন্ড, তাখার, বাঘলান, কাবুল ও কাপিসা প্রদেশে তালিবানের বিরুদ্ধে অভিযান চালায় আফগান বাহিনী ৷ প্রতিরক্ষা মন্ত্রকের তরফে টুইটে জানানো হয়েছে, গত 24 ঘণ্টায় এই জায়গাগুলিতে অভিযান চালিয়ে 254 জন তালিবানকে খতম করা হয়েছে ৷ জখম হয়েছে 97 জন ৷

আরও পড়ুন:আফগানিস্তানের মালিস্তানে 43 জন সাধারণ নাগরিককে হত্যা করল তালিবানরা

গত কয়েক সপ্তাহ ধরেই তাখার-সহ আফগানিস্তানের বিভিন্ন জেলা তালিবান দখল করে রেখেছিল ৷ মন্ত্রক সূত্রে খবর, 193টি জেলাকেন্দ্র ও 19টি সীমান্ত জেলাকে নিজের অধীনে করে রেখেছিল তালিবান ৷ তাখার, কুন্দুজ, বাদাখশান, হেরাট ও ফারাহ প্রদেশের মতো সীমান্তের 10টি পারপার অঞ্চলকেও নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নেয় তারা ৷ এর ফলে সীমান্তের গতিবিধি রুদ্ধ হয় ৷ যার প্রভাব পড়ে ব্যবসা-বাণিজ্যে ৷

আরও পড়ুন :ইদের প্রার্থনার সময়ে কাবুলে প্রেসিডেন্টের বাসভবনের কাছে রকেট হামলা

আগেই সে দেশের মন্ত্রকের তরফে জানানো হয়েছে, 14 এপ্রিল থেকে তালিবান হামলায় প্রায় 4000 ANDSF কর্মীর মৃত্যু হয়েছে ৷ জখম হয়েছেন 7 হাজারেরও বেশি কর্মী ৷ আর 1600-রও বেশি কর্মীকে পণবন্দি করেছে তালিবান ৷ তালিবান হিংসায় মৃত্যু হয়েছে 2000 জন সাধারণ মানুষের ৷ জখম হয়েছেন 2200 জন ৷

ABOUT THE AUTHOR

...view details