ওয়াশিংটন, 13 নভেম্বর : ভোট নিয়ে অ্যামেরিকার বিদায়ি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিযোগ খারিজ করল সেদেশের নির্বাচন অফিস । প্রেসিডেন্ট নির্বাচনে কোনওরকম জালিয়াতি হয়নি বলে তারা জানিয়ে দিল ৷ শুক্রবার মার্কিন সংবাদমাধ্য়মের রিপোর্টে বলা হয় ৷ সে দেশের নির্বাচন অফিসের তরফে জানানো হয়েছে, 2020 প্রেসিডেন্ট নির্বাচন মার্কিন ইতিহাসে সবচেয়ে বেশি নিরাপদ ছিল ৷ পাশাপাশি ডোনাল্ড ট্রাম্পের ব্য়ালট জালিয়াতির অভিযোগও খারিজ করে দেওয়া হয়েছে ৷
ভোট নিয়ে ট্রাম্পের অভিযোগ খারিজ নির্বাচন অফিসের - প্রেসিডেন্ট নির্বাচন
BBC-র রিপোর্ট অনুযায়ী, বৃহস্পতিবার মার্কিন নির্বাচন কমিশন, হোমল্য়ান্ড সিকিউরিটি, ইলেকশন ইনফ্রাস্ট্রাকচার গভর্নমেন্ট কোঅরডিনেটিং কমিটি এবং অন্য় স্টেট অফিসিয়ালদের যৌথ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে ৷ সেখানে বলা হয়েছে, 3 নভেম্বরের নির্বাচন মার্কিন ইতিহাসে সবচেয়ে নিরাপদে হয়েছে ৷
BBC-র রিপোর্ট অনুযায়ী, বৃহস্পতিবার মার্কিন নির্বাচন কমিশন, হোমল্য়ান্ড সিকিউরিটি, ইলেকশন ইনফ্রাস্ট্রাকচার গভর্নমেন্ট কোঅরডিনেটিং কমিটি এবং অন্য় স্টেট অফিসিয়ালদের যৌথ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে ৷ সেখানে বলা হয়েছে, 3 নভেম্বরের নির্বাচন মার্কিন ইতিহাসে সবচেয়ে নিরাপদে হয়েছে ৷ ফাইনাল ফলাফল ঘোষণার আগে, মার্কিন নির্বাচন আধিকারিকরা ভোটের ফলাফল পর্যবেক্ষণ ও পুনরায় খতিয়ে দেখছেন ৷ পাশাপাশি কমিশনের তরফে এও বলা হয়েছে, নির্বাচন পদ্ধতি নিয়ে অনেক অভিযোগ এবং ভুয়ো তথ্য় পেশ করা হয়েছে ৷ তবে, মার্কিন নাগরিকদের উদ্দেশ্য়ে আশ্বস্ত করে বলা হয়েছে, এবারের প্রেসিডেন্ট নির্বাচন সবচেয়ে নিরাপদ ছিল ৷ এবং সেখানে সম্পূর্ণ স্বচ্ছতা রাখা হয়েছে ৷ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, মানুষ যখন অভিযোগ করে, তখন তার বিশ্বস্থ্য় জবাব দেওয়ার জন্য় নির্বাচনী আধিকারিকরা সবসময় তৈরি থাকে ৷ কমিশনের এই বিজ্ঞপ্তিটি সাইবার সিকিউরিটি অ্য়ান্ড ইনফ্রাস্ট্রাকচার সিকিউরিটি এজেন্সির ওয়েব সাইটে প্রকাশ করা হয়েছে ৷
এই বিজ্ঞপ্তি প্রকাশের কয়েক মুহূর্ত আগে ট্রাম্প একটি টুইট করে অভিযোগ করেন, 28টি স্টেটে যেখানে তাঁকে ভোট দেওয়া হয়েছে, সেগুলিতে ভোটিং সফ্টওয়্য়ার ব্য়বহার করে তাঁকে হারানো হয়েছে ৷ যদিও এর স্বপক্ষে ট্রাম্প কোনো প্রমাণ পেশ করতে পারেননি ৷