পশ্চিমবঙ্গ

west bengal

By

Published : Oct 3, 2019, 9:24 AM IST

Updated : Oct 3, 2019, 9:43 AM IST

ETV Bharat / international

অ্যামেরিকায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার বিমান ভেঙে মৃত 7

কানেকটিকাটে ব্রাডলে আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান দুর্ঘটনা ৷ মৃত্যু হল 7 জনের ৷ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও 7 জন ৷

বিমান দুর্ঘটনা

ওয়াশিংটন, 3 অক্টোবর : রানওয়েতে নামার সময় চাকা পিছলে বিমান দুর্ঘটনা ৷ মৃত্যু হল 7 জনের ৷ দুর্ঘটনাটি ঘটেছে অ্যামেরিকার কানেকটিকাটের ব্রাডলে আন্তর্জাতিক বিমানবন্দরে ৷

গতকাল স্থানীয় সময় সকাল 10টা নাগাদ 13 জন আরোহীকে নিয়ে বোয়িং B-17 বিমানটি ব্রাডলে আন্তর্জাতিক বিমানবন্দরে নামছিল ৷ রানওয়েতে চাকা পিছলে ভেঙে পড়ে বিমানটি ৷ বিমানবন্দর চত্বর ধোঁয়ায় ভরে যায় ৷

বিমানের 13 জন আরোহীর মধ্যে 10 জন যাত্রী এবং 3 জন স্ক্রু মেম্বার ৷ দুর্ঘটনাস্থানে 7 জনের মৃত্যু হয়৷ ঘটনাস্থানে উপস্থিত এক ব্যক্তি এবং 6 আরোহী আহত হন ৷

দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় শত্রুপক্ষের উপর বোমা ফেলার জন্য বোয়িং B-17 ব্যবহার করত অ্যামেরিকার সেনা ৷ 1945 সালপর্যন্ত প্রায় 12 হাজার 700 টি বোয়িং B-17 বোমারু বিমান তৈরি হয় ৷ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় 1.5 মিলিয়ন টন বোমা ফেলেছিল অ্যামেরিকা ৷ তার মধ্যে B-17 থেকে 6 লাখ 40 হাজার টন বোমা ফেলা হয়েছিল ৷ বর্তমানে মাত্র 10টির মতো এই বোমারু বিমান ব্যবহৃত হয় ৷ তবে সেনার কাজে আর ব্যবহার করা হয় না বোয়িং B-17 ৷

বিমানবন্দর কর্তৃপক্ষের তরফেও জানানো হয়েছে, এই বিমানটি বর্তমানে সেনার কাছে ব্যবহার হচ্ছিল না ৷ বিমানটি এক ব্যক্তির নামে ছিল৷

Last Updated : Oct 3, 2019, 9:43 AM IST

ABOUT THE AUTHOR

...view details