পশ্চিমবঙ্গ

west bengal

By

Published : Jan 20, 2020, 9:53 PM IST

ETV Bharat / international

পিতৃহারা কিশোরের জীবনদর্শনে মুগ্ধ নেটিজ়েনরা

সদ্য পিতৃহারা হয়েছে 13 বছর বয়সি রায়ান ৷ ইরানের ছোড়া মিজ়াইলের আঘাতে ইউক্রেনের আন্তর্জাতিক বিমান পিএস 752 দুর্ঘটনায় মৃত মনসুর পৌরজামের স্মরণসভায় এসে উপস্থিত সকলকে তার বাবার জীবনদর্শন সম্পর্কে বক্তব্য রেখেছিল ৷ সেই ভিডিয়ো টুইটারে ভাইরাল হয়েছে৷ নেটিজ়েনরা সকলেই রায়ানের উদারতা ও প্রাপ্তমনস্কতার প্রশংসা করেছে ৷

Ryan Pourjam
সদ্য পিতৃহারা 13 বছর বয়সী রায়ান

ওট্টায়া (কানাডা), 20 জানুয়ারি : রাজায় রাজায় যুদ্ধ হয়, উলুখাগড়ার প্রাণ যায়- এই প্রবাদবাক্য এখন কঠিন সত্য রায়ানের কাছে ৷ 13 বছর বয়সি রায়ানের বাবা মনসুর পৌরজাম আর বাকি পাঁচজনের মতোই একজন সাধারণ মানুষ ছিলেন ৷ রায়ানের কথায়, তার বাবার কাজে ও কথার মধ্যে কোনও নেতিবাচকতা ছিল না ৷ তিনি জীবন সম্পর্কে ভীষণই আশাবাদী ছিলেন৷ তবুও তাঁকে প্রাণ হারাতে হল বেঘোরে৷

8 জানুয়ারি ইউক্রেনের আন্তর্জাতিক বিমান পিএস 752 তেহরান থেকে ইউক্রেনের কিভের উদ্দেশে রওনা দেওয়ার কয়েক মিনিটের মধ্যেই ইরানের ছোড়া মিজ়াইলের আঘাতে বিমানটি 176 জন যাত্রীসহ মাটিতে আছড়ে পড়ে৷ মৃত 176জনের মধ্যে কমপক্ষে 57 জন কানাডিয়ান ছিলেন ৷ যাঁদের অধিকাংশই ছিলেন ইরানীয় বংশোদ্ভূত ৷ সেই বিমানেরই যাত্রী ছিলেন মনসুর ৷ বাবার মৃত্যুর এক সপ্তাহ পর কানাডার ওট্টায়ায় কার্লটন ইউনিভার্সিটিতে আয়োজিত এক স্মরণসভায় এসে মনকে শক্ত করে রায়ান বলে, "এখানে এসে আমি কোনও খারাপ কথা বলতে চাই না কারও সম্পর্কে ৷ কারণ আজকে আমার বাবা বেঁচে থাকলে এবং এই মুহুর্তে আমার জায়গায় দাঁড়িয়ে থাকলে তিনিও কোনও খারাপ কথা বলতেন না ৷ যদি এককথায় আমার বাবা সম্পর্কে বলতে হয়, তাহলে বলব তিনি ছিলেন শক্তিশালী ৷ একের পর এক দুর্যোগ, বাধা-বিপত্তি পেরিয়েও তিনি ভেঙে পড়েননি ৷ মাথা সোজা করে দাঁড়িয়ে ছিলেন ৷ তিনি সত্যিই অসাধারণ ছিলেন ৷" এইটুকু বলেই রায়ানের চোখ ছলছল করে ওঠে৷


সম্প্রতি ঘটে যাওয়া বিমান দুর্ঘটনায় ইরান বিবৃতি দেয়, "ভুলবশত এই বিমানের উদ্দেশ্যে দুটি মিজ়াইল হানা হয়৷ আমরা নিজেদের ভুল স্বীকার করছি৷ ইরানের ছোড়া প্রথম মিজ়াইলের আঘাতে বিমানের ট্রান্সপন্ডার অকেজো হয়ে পড়ে৷ 23 সেকেন্ডের মাথায় দ্বিতীয় মিজ়াইলটির আঘাতে বিমানটিতে আগুন লেগে যায় এবং কয়েক মিনিট পর বিমানটি ভেঙে পড়ে৷ মিজ়াইলগুলি বিমানের থেকে 8কিমি দূরে অবস্থিত ইরানীয় সেনা ঘাঁটি থেকে ছোড়া হয়৷

রায়ান নিজের বক্তব্য শেষ করে স্মরণসভায় উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে৷ সে আরও বলে, "আমার এখনও মনে হচ্ছে যে আমি হয়ত কোনও দুঃস্বপ্ন দেখছি ৷ বাবা এখনই ঘুম থেকে উঠিয়ে বলবে যে সব ঠিক হয়ে যাবে৷ তাই আমায় ভালো থাকতেই হবে৷"
রায়ানের বক্তব্যের ভিডিয়ো টুইটারে দশ হাজারেরও বেশি লোক দেখেছে৷ সকলেই এই কিশোরের প্রাপ্তমনস্কতাকে কুর্নিশ জানিয়েছে৷


53 বছর বয়সি মনসুর পৌরজাম ওট্টায়ায় একটি দাতব্য চিকিৎসালয়ে কাজ করতেন৷ তাঁর শৈশব তেহরানে কাটলেও উচ্চশিক্ষার জন্য কানাডায় এসে তিনি কার্লটন ইউনিভার্সিটিতে যোগ দেন৷ মনসুর পৌরজাম ও বিমান দুর্ঘটনায় আর এক নিহত ফরিদ আরাস্তের স্মরণসভায় দুই হাজারেরও বেশি মানুষ যোগ দিয়েছিলেন ৷

ABOUT THE AUTHOR

...view details